নয়াদিল্লি : জেল থেকে কি দায়িত্ব পালন করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী ? এনিয়ে বিতর্কের মধ্যেই আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লকআপ থেকে প্রথম নির্দেশ জারি করলেন কেজরিওয়াল। সেই নির্দেশ রাজধানীর জলসঙ্কট-সম্পর্কিত। দিল্লির অপর এক মন্ত্রী অতিশীকে একটি নোট পাঠিয়ে এই নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। 


আজই এক প্রেস বিবৃতিতে অতিশী জানান, কেজরিওয়ালের বার্তা পড়ার সময় তাঁর চোখে জল চলে এসেছিল। তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল একটা চিঠি এবং নির্দেশনা পাঠিয়েছেন। সেটা পড়ার পর, আমার চোখে জল এসে গিয়েছিল। আমি ভাবছিলাম, এই মানুষটা কী ! কে জেলে আছেন, এখনও পর্যন্ত উনি দিল্লির মানুষের জল ও সেচ সমস্যার কথা ভাবছেন । শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালই এটা করতে পারেন। কারণ, উনি নিজেকে দিল্লির ২ কোটি মানুষের পরিবারের সদস্য ভাবেন।" তাঁর সংযোজন, "আমি বিজেপিকে বলতে চাই, আপনারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারেন এবং তাঁকে জেলে ভরে রাখতে পারেন। কিন্তু, আপনারা ওঁর ভালবাসা এবং দিল্লির মানুষের প্রতি কর্তব্যকে বন্দি করতে পারবেন না। উনি জেলে থাকতে পারেন। কিন্তু, কোনও কাজ থামবে না।"


সংবাদ মাধ্যমের সামনেই চিঠিটি পড়েন অতিশী, বলেন, "অরবিন্দ কেজরিওয়ালজি লিখেছেন, 'আমি জানতে পেরেছে দিল্লির কিছু এলাকা জল সরবরাহ ও সেচের সমস্যায় পড়েছে। এটা নিয়ে আমি চিন্তিত। আমি জেলে থাকার জন্য কারও কোনো সমস্যা হলে চলবে না। গ্রীষ্ণ এসে গেছে। তাই দয়া করে, যেখানে জলের সমস্যা আছে সেখানে পর্যাপ্ত ট্যাঙ্কারের ব্যবস্থা করুন। মুখ্যসচিব এবং অন্য আধিকারিকদের নির্দেশ দিন যেন কেউ সমস্যায় না পড়েন। সাধারণ মানুষের সমস্যার এখনই ও যথাযথ সমাধান হওয়া দরকার। প্রয়োজন পড়লে লেফটেন্যান্ট গভর্নরের সাহায্য নিন। নিশ্চয়ই উনি আপনাকে সাহায্য করবেন।' "  


অতিশীর সংযোজন, "গ্রেফতার হওয়ার পর আজও, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষের কথা ভাবছেন।"


বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। দিল্লির বাতিল হয়ে যাওয়া আবগারি নীতি সংক্রান্ত মামলার তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য তাঁকে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আপ সুপ্রিমো।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে