রাক্ষুসে গতিতে এগিয়ে আসা। মুহূর্তে মুহূর্তে গতি বৃদ্ধি। গত দুদিন ধরেই আতঙ্ক তৈরি করে চলেছে হারিকেন এরিন। সাম্প্রতিক সময়ে আটলান্টিক মহাসাগরে এমন বিধ্বংসী ঝড় বড় একটা দেখা যায়নি। অতি দ্রুত শক্তি বাড়িয়েছে এই ঝড় ।  অবিশ্বাস্যভাবে এই ঝড় ক্যাটেগরি ১ থেকে ক্যাটেগরি ৫ এ পৌঁছে গিয়েছে এরিন । আর এই বিষয়টাই ভাবাচ্ছে আবহবিদদের।  

সাম্প্রতিক সময়ে আটলান্টিক মহাসাগরে এমন বিধ্বংসী ঝড় বড় একটা দেখা যায়নি। অতি দ্রুত শক্তি বাড়িয়েছে এই ঝড় ।  অবিশ্বাস্যভাবে এই ঝড় ক্যাটেগতি ১ থেকে ক্যাটেগরি ৫ এ পৌঁছে গিয়েছে এরিন । এই বিষয়টাই ভাবাচ্ছে আবহবিদদের। মাত্র ২৪ ঘণ্টায় ক্যাটেগরি-১ থেকে ক্যাটেগরি-৫এ রূপান্তরিত হয় এরিন। প্রমাদ গুনছে আমেরিকার সমুদ্রতীর। গত কয়েক বছরে একের পর এক হারিকেনের উৎপত্তি হয়েছে আটলান্টিক মহাসাগরে। অক্টোবর - নভেম্বর নাগাদ এ ধরনের ঝড়ের প্রকোপ বাড়ে। এবার যদিও এরিন বিশেষ একটি কারণে ভাবিয়ে তুলেছে আবহবিদদের। 

আবহবিদদের মতে, শুক্রবার সকালে এরিনের গতিবেগ ৭৫ মাইল প্রতি ঘণ্টা । শনিবারের মধ্যে সেই ঝড়ই ১৬০ মাইল প্রতি ঘণ্টা (প্রায় ২৬০ কিমি/ঘণ্টা) বেগে বইতে শুরু করে । বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে ঝড় এত দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়া বিদ্যায় এই ঘটনাকে intensification বলা হয়।  যখন কোনও ঘূর্ণিঝড় ২৪ ঘন্টায়  ৩৫ মাইল বা তার বেশি প্রতি ঘণ্য় গতি বাড়ায়, তখনই তাকে intensification  বলা হয়। এরিনের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি  গতি বেড়েছে । সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে এমন ঘটনা ঘটে। এবার হারিকেন এরিন রাক্ষুসে গতিতে এগিয়ে এল অগাস্টেই।