নিউ দিল্লি : এটিএমের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করায় সবুজ সংকেত দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থনৈতিক নয় এমন লেনদেনের ক্ষেত্রে, ফি পাঁচ টাকা থেকে বাড়িয়ে ছয় টাকা করা হয়েছে।
পয়লা অগাস্ট থেকে নতুন নিয়ম লাগু হবে। এর পাশাপাশি নিজের ব্যাঙ্ক এটিএম থেকে মাসে পাঁচবার ফ্রি-তে লেনদেনের সুযোগ দেওয়া হবে গ্রাহকদের। এই লেনদেন ফিনান্সিয়াল বা নন-ফিনান্সিয়াল হতে পারে।
এছাড়া মেট্রো শহরগুলিতে অন্য ব্যাঙ্কে মাসে তিন বার ফ্রি-তে লেনদেন করতে পারবেন গ্রাহকরা। এই সংখ্যা অতিক্রম করলে, ইন্টারচেঞ্জ ফি যা এতদিন ২০ টাকা করে দিতে হত, তা এবার থেকে বাড়িয়ে ২১ টাকা করা হয়েছে। এই বৃদ্ধির নিয়ম অবশ্য ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
কিন্তু, কী এই ইন্টারচেঞ্জ ফি ?
যদি কোনও গ্রাহক যেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে নেই, সেই ব্যাঙ্কের এটিএম ব্যবহার করেন, তাহলে ওই গ্রাহকের ব্যাঙ্ক সংশ্লিষ্ট এটিএম অপারেটরকে যে চার্জ (টাকা) দেয়, সেটাই এক কথায় ইন্টারচেঞ্জ ফি।
২০১২ সালের পর থেকে এই ইন্টারচেঞ্জ ফি বাড়ানো হয়। এর আগে ২০১৪ সালের অগাস্টে এই ফি শেষবার বাড়ানো হয়েছিল। দুই বছর আগে সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে এটিএমের চার্জ সংক্রান্ত যে কমিটি তৈরি করা হয়েছিল, তাদের সুপারিশের ভিত্তিতেই নতুন চার্জে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর পাশাপাশি এটিএম স্থাপন এবং তার রক্ষণাবেক্ষণ বাবদ কোনও ব্যাঙ্কের যে খরচ পড়ে, সেই বিষয়টিও এই ফি বৃদ্ধির সময় খতিয়ে দেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক বিবৃতিতে একথা জানিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক।