কাবুল: গাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে মৃত্যু হল ৩০ জন নিরাপত্তারক্ষীর। ঘটনা আফগানিস্তানের গজনির। মৃতের সংখ্যা বাড়বে বলে সরকারি তরফে জানানো হয়েছে। এই ধরনের ঘটনা হালকাভাবে নিলে সমস্যা আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

গজনির স্থানীয় হাসপাতালের কর্তা বাজ মহম্মদ হেমাত জানিয়েছেন, ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৪ জন। প্রত্যেকেই নিরাপত্তারক্ষী। ওই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই আক্রমণ করেছিল আততায়ীরা। আফগান সেনা বাহিনীর একটি অংশ এই নিরাপত্তা রক্ষীরা। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এই আক্রমণ করেছে তা এখনও স্পষ্ট নয়। কেউ এখনও এই ঘটনার দায়স্বীকার করেনি। সংবাদ সংস্থা তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি দায়স্বীকার বা অস্বীকার কোনওটাই করেনি।

গত দু'দশকেরও বেশি সময় ধরে উত্তপ্ত আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি। কয়েক মাস ধরে একাধিকবার গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আফগান সরকার এবং তালিবানের মধ্যে যুদ্ধবিরতির আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে সরকারের মুখপাত্র জানিয়েছে, জাবুলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন ২৩ জন। কনভয়ে এই হামলা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এই হামলা দায় কেউ স্বীকার করেনি।