কলকাতা: এখনই কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস নয়। রবিবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা পরিস্থিতি কবে খোলা হবে কলেজ, বিশ্ববিদ্যালয়? কীভাবে হবে পরীক্ষা? এদিন এই বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী।
বৈঠক শেষে তিনি জানান, আপাতত পঠনপাঠন চলবে অনলাইনেই। সেমিস্টারও অনলাইনে নেওয়ার ভাবনা। কীভাবে সেই পরীক্ষা তা ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্টাডিজ। একইসঙ্গে শিক্ষামন্ত্রী এদিন জানিয়েছেন, যেসব কলেজে প্রথম বর্ষের ভর্তির সময়সীমা বাড়ানো হল। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া যাবে। উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।