নয়াদিল্লি: মত্ত অবস্থায় ফুটপাতে ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি। সেই গাড়ির নীচে পিষ্ট হলেন দুই দম্পতি এবং আট বছর বয়সি একটি মেয়ে। রাজধানী দিল্লির বুকে এমন ভয়ঙ্কর ঘটে গেল আবারও। এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই পাঁচ জন। (Delhi News)

শনিবার রাতে দিল্লির বসন্ত বিহার এলাকায় এই ঘটনা ঘটে। গভীর রাতে, ১টা বেজে ৪৫ মিনিট নাগাদ ফুটপাতে শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের পিষে দেয় একটি দামি আউডি গাড়ি। গাড়িটি চালাচ্ছিলেন ৪০ বছর বয়সি উৎসব শেখর। তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে আটক করা হয়েছে বলে খবর। দুর্ঘটনার সময় তিনি যে নেশাগ্রস্ত ছিলেন, ডাক্তারি পরীক্ষায় তা স্পষ্ট বলে জানিয়েছে পুলিশ। (Delhi Accident News)

পুলিশ সূত্রে খবর, বসন্ত বিহার এলাকায়, শিব ক্যাম্পের সামনের ফুটপাতে ঘুমাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকরা। দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িটি তাঁদের পিষে দেয়। খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তত ক্ষণে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চলে গিয়েছেন স্থানীয়রা। ওই পাঁচজন এই মুহূর্তে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় আহতদের ৪০ বছর বয়সি লাধি, তাঁর আট বছরের মেয়ে বিমলা, স্বামী ৪৫ বছর বয়সি চিরমা, ৪৫ বছর বয়সি রামচন্দ্র এবং তাঁর স্ত্রী নারায়ণী বলে শনাক্ত করা গিয়েছে। ওই পাঁচজনই রাজস্থানের বাসিন্দা। কাজের সন্ধানে দিল্লিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা রংয়ের আউডি গাড়িটি দুরন্ত গতিতে এসে ফুটপাতে উঠে পড়ে। 

শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাতে পর পর কয়েকজনকে পিষে দেওয়ার পরও গাড়ি থামিয়ে নেমে আসেননি শেখর। বরং আরও বেশ কিছুটা দূরত্ব গাড়ি চালিয়ে যান তিনি। একটি ট্রাকে ধাক্কা মারেন শেষ পর্যন্ত। অভিযুক্ত শেখর দ্বারকার বাসিন্দা। তাঁকে আটক করা হয় ঘটনাস্থল থেকে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক ধারায় মামলায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপের প্রস্তুতি চলছে।