মেলবোর্ন: সেই বাজার। যেখানে বিভিন্ন পশু-পাখির মাংস খোলা বাজারে বিক্রি হয়। সেখানে ছিটেফোঁটা পরিষ্কার-পরিচ্ছন্নতাও মেনে চলা হয় না বলে অভিযোগ বেশিরভাগেরই। সারাক্ষণ পশুর শরীর, মাংস, রক্তে থৈ-থৈ করে বাজারের মেঝে।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণও এই বাজার, এমনটা অভিযোগ উঠেছে সারা বিশ্ব থেকে। এবার চিনা ওয়েট মার্কেটের বিরুদ্ধে হু ও রাষ্ট্রপুঞ্জকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
অজি প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেন, ওয়েট মার্কেট বিষয়টাই খুবই সমস্যাদায়ক। এই ভাইরাসের উৎপত্তিই চিন থেকে। তারপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাবে।...সারাবিশ্বের কথা ভেবে এই ওয়েট মার্কেটগুলির বিরুদ্ধে হু-র হস্তক্ষেপের প্রয়োজন।
শুক্ববার এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মরিশন আবারও বলেন, এই ধরনের বাজারগুলি স্বাস্থ্য ও সারা পৃথিবীর পক্ষেই অত্যন্ত ক্ষতিকারক।
সেই কথা চিন্তা করেই হু-র মতো সংস্থার এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন মরিশন।