'সমস্যার আঁতুড়ঘর', চিনা ওয়েট মার্কেটের বিরুদ্ধে ব্যবস্থা নিক হু, আর্জি অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
অজি প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেন, ওয়েট মার্কেট বিষয়টাই খুবই সমস্যাদায়ক। এই ভাইরাসের উৎপত্তিই চিন থেকে। তারপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাবে।
MACAU, CHINA - JANUARY 28: Residents wearing face masks purchase seafood at a wet market on January 28, 2020 in Macau, China. The number of cases of a deadly new coronavirus rose to over 4000 in mainland China Tuesday as health officials locked down the city of Wuhan last week in an effort to contain the spread of the pneumonia-like disease which medicals experts have confirmed can be passed from human to human. In an unprecedented move, Chinese authorities put travel restrictions on the city which is the epicentre of the virus and neighbouring municipalities affecting tens of millions of people. At least six people have reportedly contracted the virus in Macau. The number of those who have died from the virus in China climbed to over 100 on Tuesday and cases have been reported in other countries including the United States, Canada, Australia, France, Thailand, Japan, Taiwan and South Korea. (Photo by Anthony Kwan/Getty Images)
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণও এই বাজার, এমনটা অভিযোগ উঠেছে সারা বিশ্ব থেকে। এবার চিনা ওয়েট মার্কেটের বিরুদ্ধে হু ও রাষ্ট্রপুঞ্জকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
অজি প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেন, ওয়েট মার্কেট বিষয়টাই খুবই সমস্যাদায়ক। এই ভাইরাসের উৎপত্তিই চিন থেকে। তারপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাবে।...সারাবিশ্বের কথা ভেবে এই ওয়েট মার্কেটগুলির বিরুদ্ধে হু-র হস্তক্ষেপের প্রয়োজন।
শুক্ববার এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মরিশন আবারও বলেন, এই ধরনের বাজারগুলি স্বাস্থ্য ও সারা পৃথিবীর পক্ষেই অত্যন্ত ক্ষতিকারক।
সেই কথা চিন্তা করেই হু-র মতো সংস্থার এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন মরিশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -