বেঙ্গালুরু: করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু ছাড় পেয়েছে মুদি, ওষুধ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলি। ডিপার্টমেন্টাল স্টোরগুলির সামনে তাই মানুষের ভিড়। ১-২ মিটার দূরত্বে চক দিয়ে দাগ কেটে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার চেষ্টা করা তো হচ্ছেই। এবার মহীশূর এক্সিবিশন গ্রাউন্ড মার্কেটের সামনে তৈরি করা হল ডিসইনফেকশন চ্যানেল।
যাঁরাই এই মার্কেটে ঢুকছেন, তাঁদের হেঁটে যেতে হচ্ছে একটি টানেলের মধ্য দিয়ে। যেখানে যন্ত্র দিয়ে গায়ে স্প্রে করা হচ্ছে জীবাণুনাশক।
মহীশূরে  সিটি কর্পোরেশনের স্বাস্থ্য আধিকারিক ডা. নাগরাজ জানিয়েছেন, মার্কেটে ঢোকার আগে ক্রেতাদের গায়ে স্প্রে করা হচ্ছে জল মিশ্রিত সোডিয়াম হাইপোক্লোরাইট। হালকা কুয়াশার মতো গায়ে এসে লাগবে এই মিশ্রণ। খুব শীঘ্রই অন্যান্য জায়গাতেও এই পদ্ধতি অবলম্বন করা হবে।
দেশের মধ্যে তামিলনাডুতেই প্রথম তীরুপুর জেলায় ডিসইনফেক্ট সুড়ঙ্গ তৈরি হয় করোনা সংক্রমণ প্রতিরোধে।
মহীশূরের নানজনগুড় জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা  বেশ বেশি। এখানকার একটি ফার্মা কোম্পানির ১৯ জন কর্মীর শরীরে সংক্রমণ মিলেছে। তাদের কোনও বিদেশযাত্রার ইতিহাসও নেই।