বন্ধ হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী রক্সি সিনেমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 12:38 AM (IST)
লিজের মেয়াদ শেষ হওয়ার পর হলের মালিকানা নিয়ে শুরু হয় টালবাহানা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর ওই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়, তারা আর রক্সি সিনেমা হল চালাতে আগ্রহী নয়।
NEXT
PREV
কলকাতা: বন্ধ হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী রক্সি সিনেমা। হল ও সংলগ্ন সম্পত্তির মালিক কলকাতা পুরসভা হলেও একটি বেসরকারি সংস্থাকে তা লিজ দেওয়া ছিল। ওই বেসরকারি সংস্থাই রক্সি সিনেমা হল চালাত। লিজের মেয়াদ শেষ হওয়ার পর হলের মালিকানা নিয়ে শুরু হয় টালবাহানা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর ওই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়, তারা আর রক্সি সিনেমা হল চালাতে আগ্রহী নয়। এই প্রেক্ষিতে আজ পুরসভার কর্মীরা গিয়ে হলের দরজায় তালা দিয়ে আসেন। তবে হল সংলগ্ন বিভিন্ন দোকানের মালিক পুরসভার কাছে তাদের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -