মেলবোর্ন: গোটা বিশ্বে এখনও করোনার দাপট। টিকা আবিষ্কারের দৌড়ে সামিল বিশ্বের বহু দেশ। এরই মধ্যে টিকা নিয়ে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে ফতোয়া জারি করলেন অস্ট্রেলিয়ার ইমাম সুফিয়ান খলিফা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা-র যে টিকা আবিষ্কার করার চেষ্টা চলছে, মুসলিমদের তা নিতে বারণ করেছেন ওই ইমাম। এটা তাঁদের ধর্মে ’নিষিদ্ধ‘ বলেও মন্তব্য করেছেন খলিফা। যা বিতর্ক তৈরি করেছে।
ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। শিরোনাম-"আ মেসেজ টু অজি মুসলিম স্ট্যান্ড আপ: ফলো দ্য ওয়ে অব দ্য প্রফেটস"। সেখানে তিনি বলেছেন, ’’সংখ্যালঘু সম্প্রদায়ের যাঁরা এই প্রতিষেধক নেওয়ার পক্ষে কথা বলেছেন, তাঁদের ধিক্কার জানাই। ক্যাথলিকরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ তারা জানে এটা ক্ষতিকারক। এটা বেআইনি। কিন্তু আপনারা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন।‘‘
তবে একা ইমাম সুফিয়ান খালিফার যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার বিরোধিতা করছেন, তাই নয়। অস্ট্রেলিয়ার একাধিক ক্যাথলিক চার্চের বিশপরা ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রীকে এর বিরোধিতা করে চিঠি লিখেছেন। ২ কোটি ৫০ লক্ষ ডোজ নেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে বলেছেন তাঁরা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, টিকা নিয়ে এই ধর্মীয় মনোভাবকে তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। অস্ট্রেলিয়ার বেশি সংখ্যক মানুষ যাতে টিকা নিয়ে উপকৃত হন, সেদিকে তারা লক্ষ্য রাখছে বলে সরকারি তরফে জানা গিয়েছে।