বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম সুরক্ষিত মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। তবে ফিক্সড ডিপোজিট থেকেও বেশি সুদ পেতে চাইলে বুদ্ধি করে বিনিয়োগ করতে হবে। তার জন্য কয়েকটি ভুল এড়িয়ে যেতে হবে। দেখে নিন সেগুলি কী

 

সুদের হারের তুলনা না করা

ফিক্সড ডিপোজিট করার সময় বেশিরভাগ মানুষই কোনও একটি ব্যাঙ্ক বেছে নেন, কিন্তু তার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করা উচিত। যে ব্যাঙ্কে সুদের হার বেশি, সেই ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিট করা উচিত। পিএনবি হাউজিং ফিক্সড ডিপোজিটে ৮.৪৫ শতাংশ সুদ দেয়।

মেয়াদ নির্বাচনে ভুল

সাধারণত ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৭ থেকে ১০ বছর পর্যন্ত হয়। বিনিয়োগ করার আগে আর্থিক লক্ষ্য অনুযায়ী সবচেয়ে উপযোগী মেয়াদ বেছে নেওয়া উচিত। কারও যদি অল্প কিছুদিন পরেই বড় অঙ্কের টাকা দরকার হয়, তাহলে স্বল্প মেয়াদের জন্য বিনিয়োগ করা উচিত।

 

মেয়াদ শেষের আগেই টাকা তুলে নেওয়া

ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কেউ টাকা তুলে নেন, তাহলে তাঁকে জরিমানা দিতে হয়। কোনও একটি ব্যাঙ্ক বা অর্থলগ্নি সংস্থায় ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার আগে সেই সংস্থা থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলে নেওয়ার জন্য কত টাকা জরিমানা দিতে হয় সেটা দেখে নেওয়া উচিত।

 

ফিক্সড ডিপোজিট

যদি কেউ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন, তাহলে সব টাকা একটি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা ঠিক নয়। বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে নিয়ে ভিন্ন মেয়াদে একাধিক ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা উচিত। সেটা করলে ভবিষ্যতে যদি মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলে নিতে হয়, তাহলে বেশি অঙ্কের জরিমানা দিতে হবে না।

 

জরুরি পরিস্থিতির জন্য হাতে টাকা রাখার কথা মাথায় না রাখা

একাধিক ফিক্সড ডিপোজিটে ভিন্ন মেয়াদে বিনিয়োগ করলেও, নির্দিষ্ট সময়ের জন্য টাকা আটকে যায়। তাই জরুরি প্রয়োজনে কাজে লাগানোর জন্য ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা রাখা উচিত। না হলে জরুরি প্রয়োজনে হয় ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে, অথবা ঋণ নিতে হবে। সেক্ষেত্রে বিনিয়োগ থেকে বেশি টাকা পাওয়া যাবে না এবং আর্থিক ক্ষতি হবে।

ফিক্সড ডিপোজিট অর্থ বিনিয়োগে ঝুঁকি অনেক কম থাকলেও, এটির সুরক্ষার কথাও মাথায় রাখা উচিত। পিএনবি হাউজিংয়ের ফিক্সড ডিপোজিট  সিআরআইএসআইএল ‘এফএএএ/নেগেটিভ’ রেটিং পেয়েছে। এর অর্থ হল, পিএনবি হাউজিংয়ের ফিক্সড ডিপোজিট সর্বোচ্চ স্তরের সুরক্ষার আওতায় রয়েছে।

আরো জানতে এইখানে ক্লিক করুন