সাহিবগঞ্জ (ঝাড়খন্ড): নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে কংগ্রেস ও তার শরিকদের প্রতিবাদ, বিরোধিতা উড়িয়ে পাল্টা তাদের তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অভিযোগ, ওরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য মুসলিমদের উসকানি দিচ্ছে। বারহাইতে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রচারে যাওয়া প্রধানমন্ত্রী এক জনসভায় বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন কোনও ভারতীয় নাগরিকের অধিকার কেড়ে নেবে না বা তার কোনও ক্ষতিও করবে না। রাজনৈতিক লক্ষ্য পূরণে কংগ্রেস, তার সঙ্গীরা মুসলিমদের খেপিয়ে তুলছে। এই আইন যাঁরা দীর্ঘদিন খুব খারাপ অবস্থায় রয়েছেন, তাঁদের জন্যই। তিন প্রতিবেশী রাষ্ট্র থেকে যাঁরা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে এসেছেন, তাঁদের জন্যই এই আইন করেছি আমরা। তাহলে কোনও ভারতীয় মুসলিম বা অন্য কোনও ভারতীয়ের ক্ষমতা খর্ব হচ্ছে কোথায়?
সেইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস ও তার শরিকদের চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে ওরা খোলাখুলি ঘোষণা করুক, প্রতিটি পাকিস্তানিকে তারা ভারতের নাগরিকত্ব দেবে, জম্মু ও কাশ্মীর, লাদাখে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনবে।
পাশাপাশি প্রধানমন্ত্রী কংগ্রেস, তার বন্ধুদের উদ্দেশ্যে ‘এই গেরিলা রাজনীতি বন্ধ করুন’ বলে মন্তব্য করে তিনি বলেন, ভারতীয় সংবিধান আমাদের পবিত্র নথি। কলেজ পড়ুয়া যুবসমাজকে আবেদন, আমাদের বিভিন্ন নীতি নিয়ে বিতর্ক করুন, প্রতিবাদ করুন গণতান্ত্রিক উপায়ে। আপনাদের কথা আমরা শুনব। কিন্তু কিছু রাজনৈতিক দল, শহুরে নকশালরা আপনাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে।