নয়াদিল্লি : ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযান। এনিয়ে পঞ্চমবার। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার অভিযান স্থগিত রাখার কথা সোশাল মিডিয়ায় জানিয়েছে Space X। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় নভশ্চর হিসাবে মহাকাশে যাওয়ার কথা শুভাংশু শুক্লার। কিন্তু, এদিন স্থগিত রাখা হচ্ছে Axiom-4 অভিযান।

এক্স হ্যান্ডেলে Space X জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযান ফ্যালকন ৯ রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত রাখা হয়েছে। এই রকেটেই মিশন শুরুর কথা। উৎক্ষেপণের নতুন তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মাইক্রোব্লগিং সাইটে তারা পোস্ট করেছে, "আগামীকাল Ax-4 এর  @Space_Station-এ Falcon 9 উৎক্ষেপণ থেকে সরে আসছি যাতে SpaceX টিমকে পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরিদর্শনের সময় চিহ্নিত LOx লিক মেরামত করার জন্য অতিরিক্ত সময় দেওয়া যায়। এই কাজ শেষ হয়ে গেলে - এবং রেঞ্জ উপলব্ধ হলে - আমরা নতুন লঞ্চ তারিখ জানিয়ে দেব।" অক্সিজেন লিক হওয়াকে LOx লিক হিসাবে উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে ISRO জানিয়েছে, পারফরম্যান্স পরীক্ষার সময় প্রোপালশন বে-তে অক্সিজেন লিক ধরা পড়েছে। ISRO-র কথায়, "ফ্যালকন ৯ লঞ্চ ভেহিকেলের বুস্টার স্টেজের কর্মক্ষমতা যাচাইয়ের জন্য লঞ্চ ভেহিকেল প্রস্তুতির অংশ হিসেবে, লঞ্চ প্যাডে সাত সেকেন্ডের গরম পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার সময় প্রোপালশন বে-তে LOX লিকেজ ধরা পড়ে বলে জানা গেছে। Axiom এবং SpaceX-এর বিশেষজ্ঞদের সঙ্গে ISRO টিমের এই বিষয়ে আলোচনার ভিত্তিতে, উৎক্ষেপণের জন্য ক্লিয়ারিং দেওয়ার আগে লিকেজটি সংশোধন করে প্রয়োজনীয় বৈধতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রথম ভারতীয় গগনযাত্রী পাঠানোর জন্য ১১ জুন ২০২৫ তারিখে নির্ধারিত Axiom 04 এর উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছে।"

 

এর আগে শুভাংশু শুক্লার ১০ জুন ভারতীয় সময় সকাল ৮:২২ মিনিটে ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে মহাকাশের পথে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য মঙ্গলবারের উৎক্ষেপণ বাতিল করা হয়। পরিবর্তে বুধবার হবে বলে ঠিক হয়েছিল। সেটাও স্থগিত রাখা হল।