অযোধ্যা, উত্তরপ্রদেশ: রাম লালার প্রাণ (Ram Lala) প্রতিষ্ঠা হবে, উদ্বোধন হবে রাম মন্দিরের (Ayodhya Ram Temple Innauguration)। ২২ জানুয়ারির সেই বিশাল বড় অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে ঢল নামবে। সেই কারণেই ঢেলে সাজানো হয়েছে পরিকাঠামো। অযোধ্যায় তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। খোলনলচে বদলে ফেলা হয়েছে রেল স্টেশনের। তার নামও বদলে হয়েছে অযোধ্যা ধাম স্টেশন। এবার বিমানবন্দরের (Ayodhya Airport) নাম কী হতে পারে, তা সামনে এল।


সংবাদ সংস্থা ANI- এর রিপোর্ট অনুসারে, অযোধ্যার বিমানবন্দরের নাম হতে চলেছে রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মিকীর নামে। ANI-এর রিপোর্ট অনুযায়ী পুরো নাম হতে পারে- মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছিল মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দর।


৩০ ডিসেম্বর এই বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরের Phase 1-তৈরি করতে ১৪৫০ কোটি টাকারও বেশি লেগেছে। বিমানবন্দরের টার্মিনাল ভবন সাড়ে ছয় হাজার বর্গ মিটার জায়গা জুড়ে রয়েছে। বছরে ১০ লক্ষ যাত্রীকে পরিষেবা দিতে পারবে। অযোধ্যার শ্রী রাম মন্দিরের অনুকরণ রয়েছে বিমানবন্দরের স্থাপত্য ও গঠনে। অন্দরসজ্জায় জায়গা পেয়েছে স্থানীয় শিল্প ও চিত্র।


আধুনিকতার নিরিখে নজর কাড়বে এই বিমানবন্দর। ইনসুলেটেড রুফিং সিস্টেম, LED আলো, বৃষ্টির জল পুনর্ব্যবহারের যাবতীয় পরিকাঠামো রয়েছে এখানে। ANI রিপোর্ট অনুযায়ী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, Sewage treatment Plant রয়েছে এই বিমানবন্দরে।


২০২৪ সালের জানুয়ারি থেকেই চালু হতে চলেছে এই বিমানবন্দর। বিভিন্ন বিমান পরিষেবা সংস্থা ইতিমধ্যেই দিল্লি, মুম্বই ও আহমেদাবাদ থেকে অযোধ্যার বিমানের রুট ইতিমধ্যেই প্রকাশ করেছে কিছু বিমান সংস্থা।


সরকারের তরফে মনে করা হচ্ছে, এই বিমানবন্দর ওই গোটা এলাকার উন্নয়নে সাহায্য করবে। পর্যটন শিল্প ও অন্য ব্যবসায় গতি এনে অর্থনৈতিক মানচিত্রে জায়গা করবে এই এলাকা- এমনটাই আশা করা হচ্ছে। ANI সূত্রের খবর, ৩০ ডিসেম্বর রেল স্টেশন ও বিমানবন্দর উদ্বোধন ছাড়াও অযোধ্যায় গ্রিনফিল্ড টাউনশিপের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। এছাড়াও ২টি অমৃত ভারত ট্রেনের এবং ৬টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করতে পারেন। 


আরও পড়ুন: ছত্তীসগঢ় থেকে ৩ কুইন্টাল চাল, পাটনা থেকে সোনার ধনুক, রামলালার জন্য কোথা থেকে কী উপহার?