মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir Inauguration) জন্য ১০১ কেজি সুন্দরবনের মধু পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার দক্ষিণ দিনাজপুর থেকে ১১ কুইন্টাল গোবিন্দভোগ চাল পাঠালেন সুকান্ত মজুমদার। 


রামলালার জন্য বিশেষ উপহার: আগামীকাল রাম মন্দির উদ্বোধন। অযোধ্যায় উৎসবের মুড। ইতিমধ্যেই দেশে নানা প্রান্ত থেকে এসেছে রামলালার জন্য উপহার। এর আগেই উপহার পাঠিয়েছেন দিলীপ ঘোষ। চলতি সপ্তাহেই সুন্দরবন থেকে দিলীপ ঘোষের পাঠানো ১০০ কেজি মধু পৌঁছে গিয়েছে অযোধ্যায়। এবার রামলালার জন্য বিশেষ উপহার পাঠালেন রাজ্য বিজেপির সভাপতিও। বালুরঘাটে বিজেপির জেলা পার্টি অফিস থেকে বস্তা বোঝাই চাল নিয়ে এদিন অযোধ্যার উদ্দেশ্য়ে রওনা দিল পিক আপ ভ্যান। বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ জানিয়েছেন, রামলালার ভোগের জন্যই এই গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে।


এরাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকেই রামলালার জন্য পাঠানো হয়েছে উপহার। রাজস্থান থেকে আনা হয়েছে ৯ বছর ধরে তৈরি করা ৬০০ কেজি ঘি। সেই ঘি দিয়েই হবে রামলালার প্রথম আরতি। রাজস্থান থেকে ঘি, বৃন্দাবন থেকে লাড্ডু, সীতার বাড়ি জনকপুর থেকে রামলালার জন্য পাঠানো হয়েছে উপহার। রামলালার জন্য আসা উপহারের মধ্যে সবার নজর কেড়েছে ২৪ কুইন্টাল ওজনের ঘণ্টা। হায়দরাবাদ থেকে এসেছে ১২৬৫ কেজি ওজনের একটি দৈত্যাকার কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দির উদ্বোধনের পর বিলি করা হবে ১ হাজার ১১১ মণ প্রসাদী লাড্ডু।


আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সকাল ১০.২৫-এ অযোধ্য়া বিমানবন্দরে নামবেন মোদি। ২০ মিনিট পর পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে জটায়ুর মন্দিরে পুজো দেবেন তিনি।      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: BJP: অনুষ্ঠান শুরুর শেষ মুহূর্তে বাতিল, বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসবে অনুমতি দিল না পুলিশ