অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: নবনির্মিত রামমন্দিরকে (Ram Mandir) কেন্দ্র করে দ্রুত বদলাচ্ছে অযোধ্যার (Ayodhya) ছবি। রেল স্টেশনের আধুনিকীকরণ থেকে আন্তর্জাতিক মানের বিমান বন্দর, কিম্বা সরজু তীরের সৌন্দর্যায়নের ছোঁয়ায় বদলাচ্ছে অযোধ্যার অর্থনৈতিক প্রেক্ষাপট। ব্যবসা-বাণিজ্য থেকে পর্যটন শিল্প - সবেতেই গতি আনবে রামমন্দির। আশাবাদী অযোধ্যাবাসী। 


কেউ বলেন জয় শ্রী রাম। কেউ জয় সিয়া রাম। অযোধ্যাজুড়ে এখন শুধুই রাম-নাম।  লোকসভা ভোটের আগে রামমন্দিরের উদ্বোধন। অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। রাম মন্দির ফল্গুধারার মতো কয়েক যুগ ধরে প্রভাবিত করে চলেছে ভারতীয় রাজনীতিকে। ধীরে ধীরে যা ছড়িয়ে পড়েছে আসমুদ্র হিমাচল।                            


ইতিহাস দেখলে দেখা যায়, সেই ১৮৮৫ সালের জানুয়ারি মাসে মসজিদের বাইরে রামচবুতরার ওপরে আচ্ছাদন তৈরির অনুমতি চেয়ে তৎকালীন ফৈজাবাদ জেলা আদালতে আবেদন জানান মহন্ত রঘুবীর দাস। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেয় আদালত। ৬ দশক পরে, ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর, বিতর্কিত কাঠামোর মূল গম্বুজের নীচে বসিয়ে দেওয়া হয় রাম লালার মূর্তি। যাকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতার সৃষ্টি হয় অযোধ্যায়। 


জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই পটেল, দিল্লি থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দবল্লভ পন্থকে নির্দেশ পাঠিয়েছিলেন, মসজিদ রক্ষা করতে হবে। কিন্তু জেলা প্রশাসন মূর্তি সরায়নি। বরং মন্দিরের পক্ষে যাঁরা ছিলেন, তাঁরা দাবি করতে শুরু করলেন, রামলালা প্রকট হয়েছেন। 


আরও পড়ুন, ২৪-এ দিল্লির মসনদে ফের মোদি? বাংলায় পাল্লাভারী কার? বছর শেষে C Voter এর সমীক্ষায় চমক


সবার অলক্ষে ভগবান রামকে ঘিরে নতুন এক রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হতে শুরু করে। ২০২৪-এর এপ্রিল অথবা মে মাসে লোকসভা ভোট। তার আগেই ‘রাম মন্দির উদ্বোধন’-হচ্ছে। রামমন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে অযোধ্যার রূপ বদলাচ্ছে। বদলাচ্ছে অর্থনীতিও। স্থানীয় বাজারে ঢুঁ মেরেই তা চোখে পড়ল।


রামমন্দির উদ্বোধনের আগে অনেকেই নিজের শরীরে, তার ছাপ রাখছেন। কাজ বেড়েছে ট্যাটু শিল্পীদের। অনেকেই হাতে তৈরি রামমন্দিরের মডেলের পসরা সাজিয়ে বসেছেন বাজারে। বদলে যাওয়া রামনগরী অযোধ্যায় গাইডের কাজ করছেন স্থানীয়দের কেউ কেউ। ২২ তারিখের পর এই জায়গার চেহারা পাল্টে যাবে বলেই তাঁদের আশা।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে