লখনউ: রাম মন্দির উদ্বোধনকে (Ram Mandir Inauguration) কেন্দ্র করে সরগরম অযোধ্যা (Ayodhya)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সব প্রস্তুতি। এরই মধ্যে লক্ষ্য রাখা হয়েছে পরিবেশের দিকেও। আর সেদিকেই তাকিয়েই অযোধ্যায় হাজির হচ্ছে বেশ কিছু বিদ্যুৎচালিত গাড়ি।
কেন এই গাড়ি?
২২ জানুয়ারি রাম মন্দির (Ram Temple) উদ্বোধনের অনুষ্ঠানে সারা দেশ থেকে বহু ভিভিআইপি অতিথি আসছেন অযোধ্যায়। তাঁদের জন্য আলাদা করে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই একটি অংশ বিদ্যুৎচালিত গাড়ির ব্য়বহার। অযোধ্যাকে Net Zero Caron Emission City- করার লক্ষ্যে এটি অন্যতম একটি ধাপ।
ভিভিআইপি অতিথিদের জন্য ১২টি বিদ্যুৎচালিত গাড়ি আনা হয়েছে। অযোধ্যার তিনটি জায়গায় থাকবে এই গাড়িগুলি।
কোন কোন জায়গা?
অযোধ্যা ধাম জংশন (Ayodhya Dhan Junction), অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন (Ayodhya Cantt Railway Station) এবং মহর্ষি বাল্মিকী আর্ন্তজাতিক বিমানবন্দরে (Maharshi Valmiki International Airport) থাকবে এই গাড়িগুলি।
অযোধ্যার বৈদ্যুতিক গাড়ি পরিষেবার স্থানীয় সুপারভাইজার দিলীপ পাণ্ডে জানাচ্ছেন, রাম মন্দির দর্শনে যাঁরা আসবেন তাঁদের জন্য় এই ব্যবস্থা। এখন অযোধ্যায় বৈদ্যুতিন গাড়ির সংখ্যা বাড়ছে বলে জানান তিনি।
২২শে জানুয়ারির আগেই এমন আরও গাড়ি আসবে বলে জানিয়েছেন তিনি। এই এলাকায় যাবতীয় ধর্মস্থানে দর্শনের জন্য ব্যবহার হবে এই গাড়ি। রাম জন্মভূমি (Ram Janambhoomi), সূর্য কুণ্ড (Suraj Kund), সরযূ নদী (Suraj River), ভরত কুণ্ড (Bharat Kund) ঘোরার জন্য এই গাড়িগুলি ব্যবহার হবে।
কত ভাড়া এই গাড়ির?
দিলীপ পান্ডে জানাচ্ছেন, এই বৈদ্যুতিক গাড়ির ভাড়া শুরু হবে ২৫০ টাকা থেকে। ৩০০০ টাকা পর্যন্ত এই ভাড়া হবে। দূরত্ব অনুযায়ী নির্ধারিত করা হবে এই ভাড়া। ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হলে দিতে হবে ২৫০ টাকা, ২০ কিলোমিটার যেতে হলে দিতে হবে ৪০০ টাকা, ১২ ঘণ্টার জন্য গাড়ি নিতে হলে দিতে হবে ৩০০০ টাকা।
কিছুদিন পরে দর্শনার্থীদের জন্য় অযোধ্যায় আরও বৈদ্যুতিক গাড়ির ব্যবস্থা করা হবে। অযোধ্যার বিশেষ বিশেষ জায়গায় রাখা হবে সেই গাড়িগুলি। ভবিষ্যতে মোবাইল অ্য়াপের মাধ্যমে এই গাড়িগুলিকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। যাতে ওই মোবাইল অ্যাপের মাধ্যমে পর্যটকরা গাড়ি বুক করতে পারেন। এই বৈদ্যুতিন গাড়িগুলির ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গাড়িতে এখন যাঁরা চড়ছেন তাঁদের অভিজ্ঞতা কেমন তা জানতে চাওয়া হচ্ছে।
আরও পড়ুন: তৃণমূলের কাছে ৫-৮টি আসন দাবি! বাম-পথও খোলা রাখতে চায় কংগ্রেস