নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজার দিন তাত্পর্য্যপূর্ণ ট্যুইট মহম্মদ কাইফের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বড় হয়েছেন উত্তরপ্রদেশের এলাহাবাদে। সেই তিনি রামের বন্দনা করে ট্যুইটে লিখেছেন, গঙ্গা-যমুনা সংস্কৃতি বহন করে চলা এলাহাবাদে বেড়ে উঠেছি। রামলীলা দেখতে ভাল লাগত, যা সহানুভূতি, দয়া, সহাবস্থান, সম্মান, মর্যাদার কাহিনি। ভগবান রাম প্রত্যেকের মধ্যেই ভালো দেখতে পেতেন, আমাদের আচরণে তাঁর ঐতিহ্যের প্রতিফলন হওয়া উচিত। প্রেম-ভালবাসা, ঐক্য-মিলনের সামনে বাধা হয়ে উঠতে দেবেন না ঘৃণার এজেন্টদের।


সুপ্রিম কোর্ট গত বছর অযোধ্যার বিতর্কিত ভেঙে দেওয়া বাবরি মসজিদের জমিতে মন্দির নির্মাণের ছাড়পত্র দেয়। রামের জন্মস্থানে তাঁর নামে মন্দির তৈরির হিন্দুদের দাবি স্বীকৃতি পায় শীর্ষ আদালতের রায়ে। সেই রায়ের সূত্র ধরেই আজ মহা সমারোহে অযোধ্যায় ভূমিপূজার মাধ্যমে রামমন্দির নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সুপ্রিম কোর্টের রায়ের পর নানা মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্রের শাসক জোট মন্দির তৈরির মাধ্যমে ইসলাম-বিরোধী এজেন্ডা কার্যকর করছে বলে অভিযোগ তোলে তারা। সেই প্রেক্ষাপটেই এই ট্যুইট ভারতীয় ক্রিকেট টিমে এই প্রাক্তন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, ফিল্ডারের। তবে তাঁর ট্যুইটারের জবাবে নানা জনে কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন, তাও দেখুন।