নয়া দিল্লি: দেশে বর্ষা (Monsoon) প্রবেশ করলেও উত্তর ভারতের (Uttar Pradesh) বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহ (Heatwave) চলছে। কোথাও কোথাও ৫০ ডিগ্রির উপরে উঠেছে পারদ। এ বছর রেকর্ড ভাঙা তাপপ্রবাহের প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন রামলালাও (Ramlalla)। এই গরমে রামলালাকে সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাম মন্দির (Ram Mandir) কর্তৃপক্ষের তরফে। দৈনন্দিন রুটিন এবং খাবারে পরিবর্তন আনা হয়েছে। 


প্রসঙ্গত, অযোধ্যার রাম মন্দিরে শ্রী রাম ৫ বছরের শিশু রূপে বিরাজমান। তাঁকে শিশুর মতোই দেখা হয়, পরিচর্চা করা হয় তেমনভাবেই। পোশাক পরা, খাবার খাওয়া নির্দিষ্ট রুটিন অনুসরণ করে করা হয়। ঋতু অনুযায়ী তাঁর খাদ্যাভ্যাসে ও জীবনযাত্রাও পরিবর্তন করা হয়।                                                 


এই তাপপ্রবাহে রামলালার যেন কষ্ট না হয় সেই কারণে গরমের শুরুতেই সুতির পোশাকে সাজানো হয় তাঁকে।  শুধু তাই নয়, গরমে ঠান্ডা রাখতে পারে সেই ফুলে অঙ্গরাগ করা হয়েছে। প্রাথমিকভাবে গর্ভগৃহে এয়ারকুলার বসানো হলেও, প্রচন্ড গরমে এতেও যেন স্বস্তি পাওয়া যাচ্ছিল না। তাই এয়ারকুলারের বদলে এবার গর্ভগৃহে বসানো হয়েছে এয়ার কন্ডিশনার। 


আরও পড়ুন, হিরের আংটি কিন্তু সবার জন্য শুভ নয়! কী নিয়ম মেনে পরলে তবেই উপকার পাওয়া যায়?


রামলালাকে স্বস্তি দিতে তাঁর খাদ্যাভ্যাসেও বদল আনা হয়েছে।  রামলালাকে ভোগে এখন দেওয়া হচ্ছে দই, লস্যি, ফলের রস। এছাড়াও থাকছে তরমুজ, শসা এবং নানা মরসুমি ফল। এমনকী আরতির শিখার তাপে যাতে তার গরম না লাগে সেই কারণে কম শিখার প্রদীপ জ্বালানো হচ্ছে।                                    


তবে শুধু রামলালাকেই নয়, মথুরার বাঁকে বিহারীজিকেও গরমে বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। 


এদিকে, প্রবল তাপদাহ মাথায় নিয়েই অযোধ্যায় রামলালাকে দর্শন করতে আসছেন ভক্তরা। ছাতা মাথায় দিয়ে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন তাঁরা। তবে প্রশাসনের তরফে গরম থেকে বাঁচার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে