অযোধ্যা:  লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে হয়েছিল রাম মন্দিরের (Ram Mandir) উদবোধন। ঝাঁ চকচকে রাম মন্দির ঘিরে বিশ্বজুড়েই তৈরি হয়েছিল উৎসাহ। তবে সেই ঝাঁ চকচকে রাম মন্দিরের মধ্যে ছাদ থেকে ছুঁইয়ে পড়ছে জল?           


যে ভিডিও দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে, রামলালার গর্ভগৃহ ভরে যাচ্ছে বৃষ্টির জলে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, শেষমেষ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে টর্চ লাইট জেলে রামলালার আরতি করতে হচ্ছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


রামলালার মন্দিরের পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস রাম মন্দিরের অবস্থার কথা তুলে ধরে জানিয়েছেন,”উদ্বোধনের পর প্রথম বর্ষাতেই মন্দিরের ছাদ চুঁইয়ে গর্ভগৃহে জল পড়তে শুরু করেছে। যেখানে রামলালা রয়েছেন সেই জায়গার জল থই থই অবস্থা। এই পরিস্থিতিতে শর্ট সার্কিট যাতে না হয়ে যায় তার জন্য ভোর ৪টে ও সকাল ৬টার আরতি টর্চের আলোতে করতে হচ্ছে।”                         


তবে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সংবাদমাধ্যমে প্রকাশিত এই তথ্য খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, ছাদ থেকে একফোঁটাও জল পড়েনি। অন্য কোনওভাবে গর্ভগৃহে জল ঢুকেছে। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাস্টের তরফে বলা হয়েছে, গর্ভগৃহে ছাদ থেকে এক ফোঁটা জলও পড়েনি। পাথরের মন্দিরে ছাদ থেকে জল পরতে পারে কীভাবে? সে প্রশ্নও তুলেছেন তিনি। 


আরও পড়ুন, ৬ মাস পেরলো না, প্রথম বর্ষাতেই রামমন্দিরের ছাদে ফাটল, ঝরঝর করে জল ঝরছে গর্ভগৃহে !


নির্মাণ কাজটি সর্বোত্তম মানের হয়েছে বলে দাবি করে মিঃ রাই বলেন, "উত্তর ভারতে প্রথমবারের মতো, লোহা ব্যবহার না করে শুধুমাত্র পাথর ব্যবহার করে (উত্তর ভারতীয় নগর শৈলীতে) মন্দির নির্মাণ করা হচ্ছে। ভারতে এবং বিদেশে, শুধুমাত্র স্বামী নারায়ণ মন্দিরগুলো পাথর দিয়ে তৈরি। নিকাশি ব্যবস্থাও যথাযথভাবে রয়েছে।'' 



এদিকে, রাম মন্দিরের পুরোহিতারও জানিয়েছেন, “যদি দু’একদিনের মধ্যে কোনও ব্যবস্থা না করা হয়, তাহলে বাধ্য হয়েই আমাদের বন্ধ করতে হবে পুজাপাঠ। সে ক্ষেত্রে ভক্তদের জন্যও বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা।”


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে