অযোধ্যা: রামমন্দির প্রতিষ্ঠার দিনই (Ram Temple) বহুদিন ধরে চলে আসা বিতর্কের যবনিকা টানলেন প্রধানমন্ত্রী (PM Modi)। রামমন্দির প্রতিষ্ঠানের দিন এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সেটাও একটা সময় ছিল, যখন কিছু মানুষ বলেছিল যে, রামমন্দির তৈরি হলে আগুন লেগে যাবে। এরকম মানুষ ভারতের সামাজিক পবিত্র দিককে জানতেই পারেনি। রামলালার এই পবিত্র মন্দিরের নির্মাণ, ভারতীয় সমাজের শান্তি, সদভাবের প্রতীক। আমি দেখছিলাম, যে রাম মন্দিরের নির্মাণ কোনও আগুনকে নয়, নতুন তেজের জন্ম দিয়েছে।'
মোদির সংযোজন, 'এটা হল রামের রূপে রাষ্ট্রচেতনার মন্দির। রাম ভারতের ভরসা। রাম ভারতের বিচার। রামই ভারতের প্রতিষ্ঠান। রামই নীতি। রামই হলেন বিশ্ব আত্মা। আর এই জন্যই রামের প্রতিষ্ঠা যখন হয়, তখন তার প্রবাহ , শুধু কোনও শতাব্দীতেই থেমে থাকে না। এর প্রবাহ হাজার বছরের জন্য হয়। এরপরেই মোদি মহর্ষি বাল্মীকির কথা মনে করিয়ে বলেন, রামের প্রবাহমান কাল ১০ হাজার বছর।'
আরও পড়ুন, রাম মন্দিরের উদ্বোধনের দিনই TMC-র সংহতি যাত্রা, কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা
'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। রামলালা আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন। অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। বহু শতাব্দী পরে এই কাজ পূরণ করতে পারলাম। ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু', অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী ।
রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।