নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের কাজ শেষ, কাল ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাজসাজ রব অযোধ্যা জুড়ে। ২০২৪-এর ২২ জানুয়ারি অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। মন্দিরের এক তলায় থাকবে রামলালার মূর্তি, দু'তলায় রাম দরবার। ধ্বজা উত্তোলন ঘিরে, পুজোপাট শুরু হয়ে গেছে গত বৃহস্পতিবার থেকেই।
অযোধ্যায় রামমন্দিরের কাজ সম্পূর্ণ। মঙ্গলবার ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাজসাজ রব অযোধ্যা জুড়ে। ২০২৬-এ ৫ রাজ্যে বিধানসভা ভোটের দিকে তাকিয়েই কি এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে? জোর চর্চা রাজনীতিতে।২০২৪-এর ২২ জানুয়ারি অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তবে তখনও রামমন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি। প্রায় ২ বছর পর, সেই কাজ শেষ হয়েছে। আর তা বোঝা যাবে মঙ্গলবার। মন্দিরের উপর ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন RSS প্রধান মোহন ভগবতও। যে অনুষ্ঠান ঘিরে আবার সাজ সাজ রব সরযূ নদীর পাড়ে। মন্দিরের এক তলায় থাকবে রামলালার মূর্তি। দু'তলায় রাম দরবার। ধ্বজা উত্তোলন ঘিরে, পুজোপাট শুরু হয়ে গেছে বৃহস্পতিবার থেকেই।
১৬১ ফুটের রামমন্দিরের চূড়ায় বসবে ধ্বজা। সেটি লম্বায় ২২ ফুট, চওড়ায় ১১ ফুট।আর যে দণ্ডে ধ্বজা লাগানো হবে, সেটির উচ্চতা ৪২ ফুট।একদিকে যেমন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা রামমন্দির চত্বর...তেমনি ফুল দিয়ে সাজানো হচ্ছে চারপাশ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ফুলের অধিকাংশই গেছে কলকাতা থেকে। অযোধ্যা ফুল শিল্পী রাহুল কুমার বলেন, ফুল দিয়ে কীভাবে কাজ...কলকাতা, ব্যাঙ্গালোর থেকে ফুল এসেছে। কলকাতা থেকে কোন কোন ফুল এসেছে। মঙ্গলবারের অনুষ্ঠান উপলক্ষে বাড়ছে পর্যটকের সংখ্যাও।
অযোধ্যায় বিতর্কিত জায়গায় কি মসজিদ থাকবে, না কি সেখানে হবে রামমন্দির?? এই দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে আইনি লড়াই!!শেষমেশ ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ে, দাড়ি পড়ে সেই আইনি লড়াইয়ে। আর রামমন্দিরের বিরুদ্ধে ও মুসলিমদের পক্ষ নিয়ে যিনি দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে এসেছিলেন, সেই ইকবাল আনসারিও রামমন্দির নির্মাণকে সমর্থন জানিয়ে এসেছেন। গতবারের মতো মঙ্গলবারের অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।অযোধ্যা রামমন্দিরের বিরুদ্ধে মামলাকারী ও বাসিন্দা ইকবাল আনসারি বলেন, এটা ধর্মের নগর। এখানে সব ধর্মের মানুষই সম্মান করে। অযোধ্যায় ধর্মীয় অনুষ্ঠান আছে। মন্দির তৈরি হয়ে গেছে। ধ্বজা ওড়ানো হবে। এর আগেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবারও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি যাব।
২০২৬-এ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। আর সেখানে ২০২৫-এর শেষ প্রান্তে এসে রামমন্দিরে ধ্বজা উত্তোলন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আবার মঙ্গলবার যখন অযোধ্যায় রামমন্দিরের ধ্বজা উত্তোলন করবেন নরেন্দ্র মোদি, ওইদিনই SIR-এর প্রতিবাদে মতুয়া-অধ্য়ুষিত ঠাকুরনগরে মেগা-কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ নিয়ে রাজনৈতিক মহলে যখন পারদ চড়ছে, তখন অনেকেই মনে করিয়ে দিচ্ছেন ২০২৪-এর কথা। লোকসভা ভোটের ঠিক মুখে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। কিন্তু অযোধ্য়া যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদ আসনেই হেরে যায় বিজেপি। বিরোধীদের এই কটাক্ষে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।সব মিলিয়ে এখন সব নজর ফের একবার অযোধ্যার ওপরে।