নয়াদিল্লি: অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি রামমন্দির নির্মাণের জন্য রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশের পর কংগ্রেস তাকে স্বাগত জানাল। পাশাপাশি এ নিয়ে বিজেপিকেও কটাক্ষ করেছে তারা।
কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা সাংবাদিক বৈঠকে বলেন, তাঁরা সবসময় রামমন্দির তৈরির পক্ষে। সুপ্রিম কোর্টের রায় কোনও ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় বা রাজনৈতিক দলের জয়, পরাজয়, সাফল্য, ব্যর্থতার বিষয় হতে পারে না বলেও অভিমত জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্টের রায় বেরল, আমরা রামমন্দির নির্মাণের পক্ষে। এই রায় কেবলমাত্র মন্দির নির্মাণের দরজাই খুলে দিল না, বিজেপি ও অন্যদের ইস্যুটি নিয়ে রাজনীতি করার দরজা, সুযোগও বন্ধ হয়ে গেল এতে।
শীর্ষ আদালতের ৫ বিচারপতির বেঞ্চ জমি বিতর্ক মামলার আরেক পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডকেও মসজিদ নির্মাণের জন্য বিকল্প হিসাবে ৫ একর জমি দেওয়ার কথা বলেছে।
আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটিও বৈঠকে বসে সুপ্রিম কোর্টের রায় স্বাগত জানিয়ে প্রস্তাব পাশ করে। জনসাধারণকে শান্তি, সম্প্রীতি বহাল রাখার আবেদন করেছে কংগ্রেস। সংবিধানে উল্লেখ করা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, ভ্রাতৃত্বের আদর্শ মেনে শান্তি, সৌহার্দ্য রক্ষার আবেদন করেছে কংগ্রেস।
রায় প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ট্যুইট করেছেন, সুপ্রিম কোর্ট অযোধ্যা রায় দিয়েছে। আবারও সবাইকে বলছি, এই রায়কে সম্মান করুন। কোনও ধরনের উল্লাস, উদযাপন, এমনকী বিরোধিতায়ও সামিল হবেন না। সাবধানতা বজায় রাখুন, সতর্ক থাকুন, গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না।
এদিকে এনসিপি বলেছে, সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রামমন্দির তৈরির পথ প্রশস্ত হওয়ার পর দেশে ধর্মের নামে নতুন করে আর কোনও বিতর্ক মাথাচাড়া দেবে না বলে আশা করা যায়। তাঁদের দল সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার লাইনই বরাবর নিয়েছে বলে জানান এনসিপি মুখপাত্র নবাব মালিক।
কংগ্রেস রামমন্দির তৈরির পক্ষে, বিজেপির সামনে এ নিয়ে রাজনীতি করার দরজা বন্ধ হয়ে গেল, বললেন সুরজেওয়ালা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2019 01:50 PM (IST)
আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটিও বৈঠকে বসে সুপ্রিম কোর্টের রায় স্বাগত জানিয়ে প্রস্তাব পাশ করে। জনসাধারণকে শান্তি, সম্প্রীতি বহাল রাখার আবেদন করেছে কংগ্রেস। সংবিধানে উল্লেখ করা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, ভ্রাতৃত্বের আদর্শ মেনে শান্তি, সৌহার্দ্য রক্ষার আবেদন করেছে কংগ্রেস।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -