লখনউ: সুপ্রিম কোর্টের অযোধ্যা মামলার রায়ের রিভিউ চেয়ে পিটিশন জমা না দেওয়ার সিদ্ধান্তে অটল সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। সংগঠনের চেয়ারম্যান জফর ফারুকি একথা জানিয়েছেন। আজ ৮ সদস্যের বোর্ডের সাতজনের উপস্থিতিতে হওয়া বৈঠকের পর প্রেস বিবৃতিতে তিনি বলেছেন, বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখেছে বোর্ড। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দেওয়া হবে না, এই অবস্থানই ফের জানাচ্ছে বোর্ড। রিভিউ পিটিশন দাখিল করা উচিত নয়, ৬ জন সদস্যের এই অভিমত, যদিও আরেক সদস্য আইনজীবী আবদুর রাজ্জাক খান রিভিউ পিটিশন দেওয়ার পক্ষপাতী হওয়ার ফলে বিরুদ্ধ মত পেশ করেছেন বলে জানিয়েছেন ফারুকি।
অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা মামলায় সুন্নি বোর্ডই ছিল মূল মামলাকারী।
সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে মসজিদ গড়ার জন্য বিকল্প জায়গায় ৫ একর জমির ব্যবস্থা করতে বললেও তা গ্রহণ করা হবে কিনা, সে ব্যাপারেও বোর্ডের বৈঠকে আলোচনা হয়। ফারুকি জানান, সদস্যরা বলেছেন, জমি নেওয়া হবে কিনা এবং তা শরিয়তের বিধিসম্মত কিনা, সেটা আরও সময় নিয়ে ভেবে দেখতে হবে। আজই কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি এ ব্যাপারে।
প্রেস বিবৃতিতে বলা হয়েছে, অযোধ্যায় ৫ একর জমি সমেত সু্প্রিম কোর্টের আদেশানুসারে যাবতীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টি এখনও বোর্ডের বিবেচনাধীন, কিছুই চূড়ান্ত হয়নি। বোর্ডের সদস্যরা মতামত স্থির করতে আরও সময় চেয়েছেন। কোনও সিদ্ধান্ত গৃহীত হলেই আলাদা করে জানিয়ে দেওয়া হবে।
৯ নভেম্বর এক সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত করার পাশাপাশি কেন্দ্রকেও বলেছে, মসজিদ বানাতে সুন্নি ওয়াকফ বোর্ডকেও ৫ একর জমি দিতে হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড ইতিমধ্যেই রায় চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন পেশ করবে বলে জানিয়েছে। পাশাপাশি ১৯৯২ সালে ধ্বংস হওয়া অযোধ্যার মসজিদের জন্য বিকল্প জমি গ্রহণ করতেও অস্বীকার করেছে তারা।
বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের অযোধ্যা রায়ের রিভিউ না চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটা জাতীয় স্বার্থে, দেশে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই নেওয়া। অযোধ্যা রায় প্রকাশের পর যেভাবে হিন্দু, মুসলিমরা পরিণত মানসিকতা দেখিয়ে পরস্পরের প্রতি সদ্ভাব বজায় রেখে চলেছেন, সেটা প্রমাণ করে যে, সর্বোপরি ভারতীয়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
৫ একর জমি গ্রহণের প্রশ্নে সিদ্ধান্ত হয়নি, অযোধ্যা মামলার রায়ের পাল্টা রিভিউ পিটিশন দিচ্ছে না সুন্নি ওয়াকফ বোর্ড, স্বাগত বিজেপির
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2019 07:00 PM (IST)
সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে মসজিদ গড়ার জন্য বিকল্প জায়গায় ৫ একর জমির ব্যবস্থা করতে বললেও তা গ্রহণ করা হবে কিনা, সে ব্যাপারেও বোর্ডের বৈঠকে আলোচনা হয়। ফারুকি জানান, সদস্যরা বলেছেন, জমি নেওয়া হবে কিনা এবং তা শরিয়তের বিধিসম্মত কিনা, সেটা আরও সময় নিয়ে ভেবে দেখতে হবে। আজই কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি এ ব্যাপারে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -