ইসলামাবাদ: ইমরান খান সরকারকে অস্বস্তিতে ফেলে গত আগস্টে জারি করা সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কার্য্যকালের মেয়াদ তিন বছর বাড়ানোর বিজ্ঞপ্তি স্থগিত রাখল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বুধবারও এ নিয়ে শুনানি চলবে। সেজন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রক, ইমরান সরকার ও জেনারেল বাজওয়াকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত।
পাক সেনাপ্রধানের অবসর নেওয়ার কথা ২৯ নভেম্বর। কিন্তু ইমরান গত ১৯ আগস্ট তাঁর পদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন।
পাকিস্তানের প্রধান বিচারপতি আসিফ সঈদ খান খোসার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জুরিস্টস ফাউন্ডেশনের দায়ের করা পিটিশনের শুনানিতে বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয়। জেনারেল বাজওয়ার সেনাপ্রধান পদের মেয়াদ বাড়ানোর ঘোষণাকে ‘বেআইনি’, ‘অসার’ ঘোষণার দাবি করা হয় জুরিস্টস ফাউন্ডেশনের আবেদনে।
মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধির সম্মতি দিতে পারেন কেবলমাত্র পাকিস্তানের প্রেসিডেন্ট। কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্ট এখনও মেয়াদ বাড়ানোর পদক্ষেপে সায় দেননি বলে খোসাকে জানান অ্যাটর্নি জেনারেল। খোসা আরও উল্লেখ করেন যে, ২৫ সদস্যের পাক মন্ত্রিসভার মাত্র ১১ জন জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ১৪ জন সদস্যকে পাওয়া যায়নি বলে তাঁরা কোনও মতামত দিতে পারেননি এ ব্যাপারে। পাক সংবাদপত্র দি ডন-এর খবর, প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন, ওদের নীরবতাকে কি সম্মতির লক্ষণ বলে ধরে নিয়েছে সরকার?
প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী ও জেনারেল বাজওয়ার প্রতি অনুগত বলে অভিযোগ তুলে প্রায়ই ইমরানের প্রবল সমালোচনা করেন বিরোধীরা।
সেনাপ্রধান বাজওয়ার মেয়াদ বৃদ্ধির ইমরান সরকারের সিদ্ধান্ত স্থগিত পাক সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2019 04:23 PM (IST)
মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধির সম্মতি দিতে পারেন কেবলমাত্র পাকিস্তানের প্রেসিডেন্ট। কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্ট এখনও মেয়াদ বাড়ানোর পদক্ষেপে সায় দেননি বলে খোসাকে জানান অ্যাটর্নি জেনারেল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -