কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে গ্রেনেড হামলা, জখম একাধিক
Web Desk, ABP Ananda | 26 Nov 2019 04:33 PM (IST)
গত ২৮ অক্টোবরও উত্তর কাশ্মীরের সোপোরে সন্দেহভাজন জঙ্গিরা গ্রেনেড ছুঁড়লে ১৯ জন জখম হন।চলতি মাসেই এর আগে শ্রীনগরের প্রাণকেন্দ্র লালচকে গ্রেনেড বিস্ফোরণে একজন প্রাণ হারান, আহত হন ৪০ জনের বেশি, যাঁদের মধ্যে ছিলেন ৯ মহিলা। তারপর ফের নাশকতা ঘটল মঙ্গলবার দুপুরে।
শ্রীনগর: কাশ্মীরে ফের গ্রেনেড হামলা সন্ত্রাসবাদীদের। একটি সূত্রের খবর, শ্রীনগরের হজরতবাল এলাকায় কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে সন্দেহভাজন জঙ্গিরা গ্রেনেড ছোঁড়ে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্যর সৈয়দ গেটের কাছে গ্রেনেড আছড়ে পড়ে বিস্ফোরণ হয়। অনেকে জখম হয়েছেন। চলতি মাসেই এর আগে শ্রীনগরের প্রাণকেন্দ্র লালচকে গ্রেনেড বিস্ফোরণে একজন প্রাণ হারান, আহত হন ৪০ জনের বেশি, যাঁদের মধ্যে ছিলেন ৯ মহিলা। তারপর ফের নাশকতা ঘটল মঙ্গলবার দুপুরে। গত ২৮ অক্টোবরও উত্তর কাশ্মীরের সোপোরে সন্দেহভাজন জঙ্গিরা গ্রেনেড ছুঁড়লে ১৯ জন জখম হন। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত এলাকায় বিভাজনের সিদ্ধান্তের পর থেকে মাঝেমধ্যেই হিংসা মাথাচাড়া দিচ্ছে রাজ্যে। (বিস্তারিত পরে)