নয়াদিল্লি: কেন্দ্রের সরকারের চালু করা আয়ুস্মান ভারত প্রকল্প কার্যকর না হওয়ার অভিযোগে জমা পড়া পিটিশনের পরিপ্রেক্ষিতে শুক্রবার পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িষা, তেলঙ্গানাকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ বিষয়টি নিয়ে আরও শুনানি করতে পারে দুসপ্তাহ বাদে।
জনৈক পেরালা শেখর রাও দুই আইনজীবী হিতেন্দ্র নাথ ও শ্রবণ কুমারের মাধ্যমে পেশ করা পিটিশনে বলেছেন, ভারত সরকার দেশের ৫০ কোটি মানুষের জন্য বার্ষিক ৬৪০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করে আয়ুস্মান ভারত স্বাস্থ্য স্কিম চালাচ্ছে। এর আওতায় গরিব মানুষ কোভিড-১৯ অতিমারীর টেস্টিং, চিকিত্সা সহ নানা শারীরিক সমস্যায় পরিষেবা পাওয়ার অধিকারী। পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলঙ্গানা, ওড়িষা বাদে দেশের বাকি সব রাজ্য, কেন্দ্রশাসিত এলাকায় এই স্কিম চালু রয়েছে। ফলে ওই চার রাজ্যের মানুষ কেন্দ্রের সরকারের দেওয়া স্বাস্থ্য বিমার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভারতের সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছদের পরিপন্থী।
পিটিশনে বলা হয়েছে, স্বাস্থ্য বিমা না মেলায় ও সরকারি হাসপাতালে যথাযথ পরিষেবা, সুযোগসুবিধার বন্দোবস্ত না থাকায় গরিব ও মধ্যবিত্ত মানুষ বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ এর চিকিত্সায় বেশি অর্থ দিতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় পিটিশনারের আবেদন, কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল হেলথ অথরিটি একটি সামগ্রিক স্কিম তৈরি করুক যাতে যোগ্য, অভাবী মানুষজন আয়ুস্মান ভারত হেলথ স্কিমের সুবিধা পান।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কেন আয়ুস্মান ভারত কার্যকর হচ্ছে না? কাঠগড়ায় পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্য, নোটিস সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Sep 2020 06:50 PM (IST)
পিটিশনে বলা হয়েছে, স্বাস্থ্য বিমা না মেলায় ও সরকারি হাসপাতালে যথাযথ পরিষেবা, সুযোগসুবিধার বন্দোবস্ত না থাকায় গরিব ও মধ্যবিত্ত মানুষ বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ এর চিকিত্সায় বেশি অর্থ দিতে বাধ্য হচ্ছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -