লখনউ: তাঁর বিরুদ্ধে ওঠা ছাগল-মুরগি চুরির অভিযোগ ওঠায় জনসভায় এসে কেঁদে ফেললেন সমাজবাদী পার্টির দাপুটে নেতা আজম খান।
রামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের প্রার্থী হয়েছেন আজমের স্ত্রী তাজিন ফতিমা। নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে আজম বলেন, আমার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা আরোপ করা হয়েছে। আমার আত্মমর্যাদা আমার কাছে অত্যন্ত দামী। এবার, আমার বিরুদ্ধে ছাগল-মুরগি চুরির অভিযোগও আনা হয়েছে। কথা বলতে গিয়ে চোখ ভিজে যায় আজমের। অশ্রু-মিশ্রিত চোখে তিনি বলেন, হে ঈশ্বর! যদি আমি কখনও এমন অপরাধ করে থাকি, তাহলে তখনই কেন আমার মৃত্যু হল না? সমাজবাদী পার্টি নেতার দাবি, রামপুরবাসীর স্বার্থরক্ষা করার জন্যই তাঁকে এই মূল্য চোকাতে হচ্ছে। তিনি বলেন, এসব করা হচ্ছে, কারণ আমি নিজেকে বা আপনাদেরকে বিকিয়ে দিইনি।
প্রসঙ্গত, মহম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়ের আনা জমি ক্রোক করার একাধিক অভিযোগ রয়েছে আজমের বিরুদ্ধে। এই মর্মে গত ৫ অক্টোবর বিশেষ তদন্তকারী দলের (সিট) সামনে হাজিরা দিতে হয়েছিল আজমকে, যেখানে দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। আগামী ২৯ অক্টোবর, ওই মামলার পরবর্তী শুনানি।
আজমের বিরুদ্ধে প্রায় ৮০টি মামলা চলছে। রামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন আজম। গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। ফলে, তাঁকে বিধায়ক পদটি ছাড়তে হয়। আজমের জায়গায় তাঁর স্ত্রীকে এই আসনে প্রার্থী করে সমাজবাদী পার্টি।