কলকাতা: করোনা কাঁটা কাটিয়ে ফের প্রেক্ষাগৃহমুখী দর্শক। কলকাতা থেকে শুরু করে জেলা, সপ্তাহান্তে 'হাউজফুল' ছবি দেখল দুই বাংলা ছবি। সরস্বতী পুজোর আগের দিন মুক্তি পেয়েছিল 'বাবা বেবি ও' (Baba, Baby, O) এবং 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)। জোড়া বাংলা ছবি দেখতে ফের হলমুখী দর্শক। 


শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) ঘরানায় অন্দরমহলের গল্প বলেছে 'বাবা, বেবি, ও'। সারোগেসি, অসমবয়সী প্রেম ও সমকামিতার মত সমাজের বিভিন্ন চর্চিত বিষয়কে ছবির মধ্যে দিয়ে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee)। কতটা সফল হল সেই প্রচেষ্টা। সপ্তাহের শেষে বিভিন্ন প্রেক্ষাগৃহের ছবি বলছে, 'অনেকটাই'। রবিবার শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে টিম 'বাবা বেবি ও'। কলকাতার বহু জায়গায়তেই প্রেক্ষাগৃহ পরিপূর্ণ ছিল। নতুন ছবির পাশাপাশি দর্শকদের উপরি পাওয়া হয়েছে অভিনেতা-অভিনেত্রী ও প্রযোজক-পরিচালকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ।




আরও পড়ুন: Karisma Kapoor Update: লতা-নার্গিস-রাজ কপূর এক ফ্রেমে, দুষ্প্রাপ্য ছবি পোস্ট করিশ্মা কপূরের


সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন ছবির প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে তিনি তুলে ধরেছিলেন তাঁর প্রযোজিত দুই ছবির হিসাব নিকেশ। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত প্রথম ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মাত্র ১২ দিন প্রেক্ষাগৃহে চলেছিল। করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল প্রেক্ষাগৃহ। ৭২ লাখ টাকার ছবি এক সপ্তাহতেই ৯৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল। আর 'বাবা বেবি ও'-র বাজেট ছিল ৮৮ লাখ। তিনদিনে ছবিটি ব্যবসা করেছে ৫৫ লাখ। সোশ্যাল মিডিয়ায় সেই হিসেবের খতিয়ান তুলে ধরে শিবপ্রসাদ ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের। সেইসঙ্গে পরিচালককে উদ্দেশ্য করে লিখেছেন, 'প্রযোজক হিসেবে এইটুকু বলতে পারি যে অরিত্র এবং তোমার টিম তোমরা যেমনভাবে দর্শককে হলমুখী করেছে, তেমনি ভাবে এই দুর্দিনেও তোমরা প্রযোজকের ঘরে টাকা ফেরত আনতে পেরেছ।'




ছবির মুখ্যভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও সোলাঙ্কি রায় (Solanki Roy)। রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), রেশমী সেন (Reshmi Sen), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), রজত গঙ্গোপাধ্যায় (Rajat Ganguly), সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)।  ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।