মুম্বই: কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। দেশ বিদেশের অগণিত অনুরাগীরা শোকজ্ঞাপন করছেন প্রিয় গায়িকার প্রয়াণে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সাধারণ নেট নাগরিক থেকে তারকারা শোক প্রকাশ করছেন। শেয়ার করছেন লতা মঙ্গেশকরের পুরনো ছবি থেকে তাঁর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। স্মৃতিচারণা করছেন সুর সম্রাজ্ঞীর সঙ্গে কাটানো দিনগুলোর কথা। সম্প্রতি বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর (Karishma Kapoor) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুষ্প্রাপ্য একটি ছবি শেয়ার করেছেন লতা মঙ্গেশকরকে মনে করে।


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন করিশ্মা কপূর। ছবিতে এক ফ্রেমে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকর, রাজ কপূর (Raj Kapoor), নার্গিস (Nargis) এবং আরও অনেক নামীদামী তারকাদের। রাজ কপূরের ছবি 'আওয়ারা'র প্রিমিয়রে চাঁদের হাট বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন একাধিক নামী তারকা। সেখানেই আলো করে রয়েছেন লতা মঙ্গেশকর। ছবি পোস্ট করে করিশ্মা কপূর লেখেন, 'দাদুর 'আওয়ারা' ছবির প্রিমিয়রে এক ফ্রেমে কত কিংবদন্তি একসঙ্গে। কোকিলকণ্ঠী শান্তিতে থেকে আমাদের গৌরবান্বিত করুন।'



আরও পড়ুন - Shahid Kapoor Trolled: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানাতে গিয়ে মস্ত ভুল, ট্রোলের শিকার শাহিদ কপূর


গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। করোনা ও নিউমোনিয়ার সমস্যা কাটলেও তার অভিঘাত কাটিয়ে উঠতে পারলেন না তিনি। মাঝে সেরে ওঠার কিছুটা লক্ষণ দেখা গিয়েছিল। আশার আলো দেখেছিলেন চিকিৎসক থেকে অনুরাগীরা। হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছিলেন, বয়সের কারণেই সেরে উঠতে সময় লাগছে সুর সম্রাজ্ঞীর। কিন্তু শেষ রক্ষা হয় না। শনিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দেওয়া হয় ভেন্টিলেশনে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান আশা ভোঁসলে। রবিবার সকালে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে বিরানব্বই বছর বয়সে প্রয়াত হন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।