শিবসেনা নিয়ন্ত্রিত বিএমসি কঙ্গনার বাংলোর ‘বেআইনি অদলবদল’ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার জনৈক অফিসার। যদিও নির্মাণ ভেঙে দেওয়া থেকে বিরত থাকতে বিএমসি-কে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। এই প্রেক্ষাপটে ববিতা কঙ্গনার প্রশংসা করে ট্যুইট করেছেন, বলিউডের মোমবাতি জ্বালানো গ্যাং এখন কোথায় ঘুমিয়ে আছে? এখন আর কেউ পদক ফেরাবে না। ওর মতো সাহসী বোনেরা খুব বেশি জন্মায় না, ওদের ভেঙে পড়তে দেবেন না। গোটা দেশ তোমার সঙ্গে আছে। @KanganaTeam
মহারাষ্ট্রে ক্ষমতায় আছে শিবসেনা,কংগ্রেস, এনসিপি জোট সরকার। শিবসেনার সঙ্গে তাঁর সংঘাতের জন্য়ই মহারাষ্ট্র সরকার তাঁকে টার্গেট করছে বলে অভিযোগ কঙ্গনার। একগুচ্ছ ট্যুইটে তিনি বলেছেন, মুম্বই দর্শনে বিমানবন্দর যাচ্ছি, মহারাষ্ট্র সরকার, তার গুন্ডারা আমার সম্পত্তিতে হামলা করছে। সব বেআইনি ভাবে ভেঙে ফেলছে। চালিয়ে যাও! মহারাষ্ট্রের অহঙ্কারের জন্য রক্ত দেব, কথা দিয়েছি। এ তো কিছুই নয়। সব কেড়ে নাও। কিন্তু আমার মনোবল শুধু বেড়েই চলবে। তিনি আরও লেখেন, আমি কখনও ভুল বলিনি। আমার শত্রুরা বারবার প্রমাণ করছে, কেন আমার মুম্বই এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর হয়ে উঠেছে #deathofdemocracy