কলকাতা: সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে এবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়।
গতকাল মহালয়া উপলক্ষে একটি ভিডিও-বার্তা দেন অভিষেক। সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় হবে বাংলার।"
কিন্তু ওই ভিডিওর একটি অংশে অভিষেকের মুখ থেকে বের হওয়া একটি মন্তব্য নিয়ে কটাক্ষ করেন গায়ক তথা বিজেপি সাংসদ। অভিষেকের ওই ভিডিও-বার্তার একটি বিশেষ অংশ ট্যুইট করে বাবুল লেখেন, "মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে - 'অমানবিক মুখ্যমন্ত্রী'। "
এখানেই থেমে না থেকে বাবুল আরও লেখেন, "আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে - কারণ যারা এটা শুট করেছে তারাও 'অমানবিক মুখ্যমন্ত্রী' দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে 'বেরিয়ে' যাওয়া এই সত্যটি ওরা ধরতেই পারেনি।"