এই বেবি মাফলারম্যানের নাম অভিযান তোমার, বয়স ১ বছর। ভোটের ফল প্রকাশের দিন কেজরীবালের বাড়ি আর আপের পার্টি অফিস- দু’জায়গাতেই দেখা গিয়েছে তাকে। তার বাবা মাকে বলা হয়েছিল, কেজরীবাল তাঁদের সঙ্গে দেখা করবেন কিন্তু মঙ্গলবার তা আর হয়ে ওঠেনি। শেষমেষ দেখা না করেই চলে যেতে হয় তাঁদের।
এবার আপ জানিয়েছে, ১৬ তারিখের শপথগ্রহণ অনুষ্ঠানে অভিযান ও তার বাবা মাকে আমন্ত্রণ করা হয়েছে।
দিল্লির রামলীলা ময়দানে রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কেজরীবাল।