বেঙ্গালুরু: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব- সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্ম থেকে উড়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমস্ত ছবি। শোনা যাচ্ছে, দলের নাকি ব্র্যান্ড মেকওভার হবে। এ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে টুইট করেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি, প্রশ্ন করেছেন, ক্যাপ্টেনকে না জানিয়ে পোস্ট উড়িয়ে দেওয়া হল কেন।

প্রথমে এ নিয়ে প্রশ্ন করেন এবি ডি ভিলিয়ার্স ও যজুবেন্দ্র চাহাল। এবার স্বয়ং অধিনায়ক বিরাট। ফলে আরসিবির এই পদক্ষেপ নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। সকলে জানতে চাইছেন দলটার হল কী।






আইপিএলের এই দল তাদের টাইটল স্পনসর হিসেবে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মুথুট ফিনকর্পের সঙ্গে। মঙ্গলবার তারা ঘোষণা করে এ কথা, তারপর দিনই সব ছবি উড়ে যায়। শোনা যাচ্ছে অবশ্য, নতুন স্পনসর আসায় তাদের জার্সির লোগো বদলানো হবে, সে কারণে ওড়ানো হয়েছে ছবি। তবে নতুন স্পনসর পেলেও আরসিবির পারফরম্যান্স মোটেও ভাল নয়, ২০১৭-য় তারা আইপিএল শেষ করে একেবারে শেষে, ২০১৮-য় ৬ নম্বরে, ২০১৯-এ আবার নেমে যায় এক্কেবারে তলানিতে।