ব্যানারে জানানো হয়েছে, জলসা কনটেনমেন্ট জোন। প্রতীক্ষা, জলসা ও জন্নত- বচ্চন পরিবারের তিনটি বাংলোই জীবাণুমুক্ত করা চলছে। জলসায় যাঁরা কাজ করেন তাঁদেরও করোনা পরীক্ষা হবে। বৃহন্মুম্বই পুরনিগমের ওয়ার্ড অফিসার বিশ্বাস মোটে জলসায় আসেন। তাঁরা পরীক্ষা করে দেখবেন, কী করে জলসায় করোনা সংক্রমণ ঘটল। কেউ বাইরে গিয়েছিলেন কিনা, করোনা পজিটিভ কারও সংস্পর্শে এসেছিলেন কিনা জানার চেষ্টা হবে।
জানা গিয়েছে, জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা এখনও জলসায় রয়েছেন। জয়া, ঐশ্বর্যর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, তবে ফের তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষার পর করোনা লক্ষণ আছে কিনা জানার পর ঠিক করা হবে, তাঁদের হোম কোয়ারান্টাইনে রাখা হবে, না পাঠানো হবে হাসপাতালে।