মুম্বই: আর জি কর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল, এরই মধ্যে মহারাষ্ট্রের থানে জেলায় বদলাপুরে ভয়াবহ ঘটনা। স্কুলের শৌচাগারে ৪ বছরের ২ শিশুকে নিগ্রহ করা নিয়ে এবার অশান্ত হয়ে উঠল বদলাপুর। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। বদলাপুর শহরের এক স্কুলে ওই দুই নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে স্কুলের এক পুরুষ পরিচারকের বিরুদ্ধে।
থানের ওই স্কুলে এই ঘটনা ঘটতেই স্কুলে চড়াও হন অভিভাবকরা। সঙ্গী হয়েছিলেন সাধারণ মানুষও। স্কুলে চলে ভাঙচুর। কোথায় নিরাপত্তা? যৌন লালসা থেকে বাদ যাচ্ছে না শিশুরা। প্রশ্ন উঠছে একাধিক। স্কুলেই যদি নিরাপদে না থাকে তবে আর কোথায় থাকবে?
তবে এদিন প্রাথমিকভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও আচমকা কয়েকজন মহিলা-সহ বিক্ষোভকারীরা স্কুলে হামলা চালায়। পুলিশ সূত্রে খবর, স্কুলের দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা স্কুলের জানালার কাচ, বেঞ্চ, দরজা-সহ বহু সম্পত্তি ভাঙচুর করে বলে জানান হয়েছে।
আরও পড়ুন, 'হয়রানি করা হলে দেশজুড়ে তীব্র হবে আন্দোলন', ডাক্তারদের তলবে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠছে চিকিৎসকমহল
এদিকে, সময় যত এগোতে থাকে হিংসাত্মক আকার ধারণ করে এই আন্দোলন। স্কুলে ভাঙচুরের পাশাপাশি রেল অবরোধকে কেন্দ্র করে বদলাপুর রেলস্টেশনে ব্যাপক পাথর ছোড়াছুড়ি করা হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে লাঠিচার্জ।
কী অভিযোগ ছিল?
গত ১৬ আগস্ট বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ঘটনা৷ খুদে দুই ছাত্রীর সঙ্গে শৌচালয়ের ভিতর এক সাফাইকর্মী অসভ্যতা করে৷ দুই ছাত্রীই পরে বাড়িতে গিয়ে ঘটনার কথা জানায়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার জনরোষ গিয়ে পড়ে স্কুলের উপর৷ এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায়।
নাবালিকাদের যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদে আজ স্থানীয় লোকেরা 'বদলাপুর বনধ' ডাকে। অটোরিকশা ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি এবং স্কুল বাস অপারেটররাও এই বনধে তাদের সমর্থন জানিয়েছেন। তারপরেও লোকাল ট্রেন চলতে দেখে বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়েন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে