বাগবাজারে উদ্ধার সেলাই করা দেহ কাটা হয়েছিল চিকিৎসকের হাতে, প্রকাশ্যে নতুন তথ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2020 12:06 PM (IST)
তবে পুলিশ সূত্রে খবর, একবার দেহের ময়না তদন্ত হয়ে যাওয়ায়, দ্বিতীয়বার ময়না তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া কঠিন।
কলকাতা: বাগবাজার ঘাট থেকে এক যুবকের সেলাই করা মৃতদেহ উদ্ধারের ঘটনায় সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, ঘাট থেকে উদ্ধারের ৭ দিন আগে দেহটির ময়না তদন্ত করা হয়। গলা থেকে পেট পর্যন্ত চিকিৎসকের হাতেই কাটা বলে দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে জানতে পেরেছে পুলিশ। তবে ময়না তদন্তের পর কেন দেহটি এভাবে জলে ফেলা হল, তা নিয়ে এখনও রয়েছে রহস্য। জট কাটাতে এবার তদন্তকারীরা বিভিন্ন মর্গের খোঁজ নিচ্ছেন। তবে পুলিশ সূত্রে খবর, একবার দেহের ময়না তদন্ত হয়ে যাওয়ায়, দ্বিতীয়বার ময়না তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া কঠিন।