ঢাকা : ঘুরে গিয়েছে সপ্তাহর পর সপ্তাহ। কিন্তু তিনি রয়েছেন জেলের আঁধারেই। গত ৩ ডিসেম্বর তাঁর জামিন মামলার শুনানি হয়নি। কারণ, প্রথম দিন যে ৫০ জন আইনজীবী ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের কেউ হাজির ছিলেন না আদালতে। বাংলাদেশে তৈরি হয়েছিল ত্রাসের পরিবেশ। চিন্ময়কৃষ্ণের এক আইনজীবীর ওপর ভয়াবহ আক্রমণ হয়, তারপর আর কেউই আদালতে ছিলেন না শুনানির দিন। এরপর আজ, বুধবার ১১ ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনতে আর্জি করা হয়। কিন্তু সে আবেদনও নাকচ করে দেয়  আদালত। 


বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, অবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত এই নির্দেশ দিয়েছে। চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ । মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে আদালতে আসেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী। আইনজীবী বলেন, মিথ্যা মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে  গ্রেফতার করা হয়েছে। তাঁর আইনজীবী আদালতে জানান, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট-সহ বিভিন্ন রোগে আক্রান্ত চিন্ময়কৃষ্ণ। তাই তাঁকে যেন জামিন দেওয়া হয়। কিন্তু তাঁর আর্জি কানেই তোলেনি আদালত।  


প্রথম আলো সূত্রে খবর,  আদালতে তাঁর আইনজীবী আর্জি জানান, মিথ্যা ও বানানো মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী। তা ছাড়া তিনি ডায়াবেটিস, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন রোগে আক্রান্ত। নিরাপত্তা কারণে ৩ ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশীষ শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি। পাল্টা সরকারি আইনজীবী বলেন, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশীষ শর্মাও হাজির নেই। মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি শুভাশীষ শর্মা। এরপরই, আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন খারিজ করে দেন। 
২৫ নভেম্বর, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পরের দিন, চট্টগ্রাম আদালতে পেশ করার পর তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এর ১ সপ্তাহ পর মঙ্গলবার ফের তাঁর জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, তাঁর হয়ে কোনও আইনজীবী আদালতে উপস্থিত না থাকয় এক মাস পিছিয়ে যায় সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Weather Update: কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে