কলকাতা: মানহানি মামলায় রাহুল গাঁধীর (Rahul Gandhi Bail Granted) জামিন মঞ্জুর করল বেঙ্গালুরুর আদালত। বিজেপির কর্নাটক শাখার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল। আজ আদালতে হাজিরাও দেন রাহুল। জনপ্রিয় দৈনিকগুলিকে অবমাননাকর বিজ্ঞাপন মুদ্রণের অভিযোগে এই মামলা দায়ের হয়েছিল।


বিশদ...
২০২৩ সালে, কর্নাটকের বিধানসভা নির্বাচনের সময় স্থানীয় সবকটি খবরের কাগজে বিজেপির বিরুদ্ধে 'মিথ্যা' এবং 'অবমাননাকর' বিজ্ঞাপন মুদ্রণের অভিযোগে কংগ্রেসের বিরুদ্ধে মামলাটি রুজু হয়েছিল। বিজেপির দাবি, এর ফলে তাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সেই মামলাতেই হাজিরা দিতে শুক্রবার সকালে রাহুল গাঁধীকে দিল্লি বিমানবন্দরে দেখা যায়। তিনি ছাড়াও কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে মামলা রুজু হয়। এর মধ্যে সিদ্দারামাইয়া এবং শিবকুমার, গত ১ জুন জামিন পেয়ে গিয়েছেন।  বিচারক কে এন এস শিবকুমার রাহুল গাঁধীকে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন। কর্নাটকে কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল, কোর্টের নির্দেশে মেনে আজ, সকাল সাড়ে দশটার সময় বেঙ্গালুরুতে আসবেন সাংসদ। আদালতে হাজিরার পর নবনির্বাচিত সাংসদদের সঙ্গে দেখা করারও কথা রয়েছে তাঁর। শুধু তাই নয়। যাঁরা এবারের লোকসভা ভোটে হেরেও গিয়েছেন, তাঁদের সঙ্গেও দেখা করে যাবেন কংগ্রেসের এই নেতা। বৈঠকে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। 


সাফল্যের স্বাদ...
প্রায় দশ বছর পর, এবারের লোকসভা ভোটে সাফল্যের স্বাদ পেয়েছে কংগ্রেস। এর নেপথ্যে রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র বড় ভূমিকা রয়েছে বলে ব্যাখ্যা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়েনাড় এবং রায়বরেলি, দুটি আসন থেকেই জিতেছেন সনিয়া-তনয়। শুধু তাই নয়। এবার অমেঠি-আসনটিও বিজেপির স্মৃতি ইরানির হাত থেকে উদ্ধার করেছে কংগ্রেস। সেই অমেঠি যা একসময়ে কংগ্রেসের খাসতালুক পরে গণ্য হত, তা কে এল শর্মার হাত ধরে ফিরেছে শতাব্দীপ্রাচীন দলের ঘরে। রাজনৈতিক মহলে জোর আলোচনা, এবার হয়তো বিরোধী দলনেতার আসনে বসতে পারেন রাহুল, যা বাস্তবায়িত হলে ১ দশক পরে এমনটা হবে। ২০১৪ সালে মাত্র ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস। ২০১৯-এর ভোটে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৫২। লোকসভার মোট আসনের ১০% না পাওয়ায় বিরোধী দলনেতার মর্যাদা পায়নি কংগ্রেস। এবার কি সেই ধারা ভেঙে রাহুলকে বিরোধী দলনেতার আসনে দেখা যেতে পারে? 


 


আরও পড়ুন:এখনই সরকার গঠন নয়, বিরোধী হিসেবেই ফ্যাসিস্ত BJP-র মোকাবিলা, সিদ্ধান্ত I.N.D.I.A-র