কলকাতা: বিজেপির অফিস থেকে বলা হয়েছিল, গতকালের মিছিল ছিল শোভন চট্টোপাধ্যায়ের। বিস্ফোরক অভিযোগ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে তুলে ধরেছেন অসুস্থতার কারণও। শোভনকে সামনে রেখেই সোমবার মেগা রোড শোর আয়োজন করেছিল বিজেপি। অথচ শেষ অবধি সেই রোড শোতে হাজিরই হননি শোভন-বৈশাখী! আর তা নিয়েই চরম অস্বস্তিতে বিজেপি। উল্টোদিকে কটাক্ষের সুর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়, যিনি বলছেন, কাল শোভন-বৈশাখীকে নিয়ে কী হল দেখলেন না! ওটা ড্রামা কোম্পানি।
কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর এতদিন কেটে গেলেও কেন এখনও পর্যন্ত কোনও অনুষ্ঠানে দেখা গেল না শোভন-বৈশাখীকে? এই প্রশ্নের মুখে অবশ্য সুর নরম করেছেন বৈশাখী। বলেছেন, আমার পা ফোলা ছিল, তাই যেতে পারিনি। আমাকে দেখার জন্য শোভন ছাড়া আর বড় কেউ ছিল না, তাই শোভনও যাননি।
যদিও, বিজেপির প্রতি শোভন-বৈশাখীর অবস্থান নিয়ে ইতিমধ্যেই নানা মহলে রসিকতাও শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, ওঁরা কালিদাস? যে গাছে থাকেন, তারই ডাল কাটেন।
শেষ মুহূর্তে রোড শোতে শোভন-বৈশাখীর অনুপস্থিতিকে যো মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়। তিনি গতকালই বলেছেন, আমি জানি না কেন আসেনি। দলের শৃঙ্খলারক্ষা কমিটি আছে, তারা বিষয়টি দেখবে। যদিও, এদিন বৈশাখী এটাও স্পষ্ট করার চেষ্টা করেছেন যে শোভন ও তিনি সম্পূর্ণভাবেই বিজেপি আছেন।
আর এই পরিস্থিতিতে তৃণমূলে ভাঙনের আশঙ্কা বাড়িয়ে মঙ্গলবার হঠাৎই শোভনের গোলপার্কের ফ্ল্যাটে হাজির হন ডায়মন্ড হারবারারে তৃণমূল বিধায়ক দীপক হালদার, যাঁকে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হতে দেখা যায়নি! এমনকি তিনি এও অভিযোগ করেন, তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আর শুধু ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়কই নন, শোভনের বাড়িতে এদিন হাজির হন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ আবু তাহের ও আরও কয়েকজন তৃণমূল নেতা। কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরা দেখা মাত্রই কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। দীপক, তাহের –দুজনেই দাবি করেন, রাজনীতি নয়, ব্যক্তিগত সুসম্পর্কের সুবাদেই শোভনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরা। মুখে একথা বললেও শোভনের সঙ্গে তৃণমূলের বিধায়কের সাক্ষাৎ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মন্ত্রী ও তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট বলেন, দু-জন নেতাকেই চিনি। এটা অনৈতিক কাজ, এটাকে সমর্থন করি না, উনি বিজেপিতে যোগ দেওয়া নেতা, এখন ওনার বাড়িতে দেখা করা ভুল বার্তা যাবে। প্রথমে বিজেপির কর্মসূচিতে গরহাজির, তারপর তৃণমূল বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক। ঠিক কী চাইছন শোভন, বৈশাখী?
বিজেপি অফিস থেকে বলা হয় মিছিল শোভনের! দাবি বৈশাখীর, বললেন, আমার পা ফুলেছিল, তাই যেতে পারিনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2021 09:41 PM (IST)
শেষ মুহূর্তে রোড শোতে শোভন-বৈশাখীর অনুপস্থিতিকে যো মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়। তিনি গতকালই বলেছেন, আমি জানি না কেন আসেনি। দলের শৃঙ্খলারক্ষা কমিটি আছে, তারা বিষয়টি দেখবে। যদিও, এদিন বৈশাখী এটাও স্পষ্ট করার চেষ্টা করেছেন যে শোভন ও তিনি সম্পূর্ণভাবেই বিজেপি আছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -