Odisha Train Accident: বালাসোরে তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার (Balasore Train Accident) তদন্তে ফের নয়া মোড়। আরও চার কর্মীকে সাসপেন্ড করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে এই দুর্ঘটনাকাণ্ডে তিনজন রেল আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে। গত ২ জুন ওড়িশার বালাসোরে বাহানাগা বাজারের কাছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। গত দু'দশকে এমন ভয়াবহতার সাক্ষী থাকেনি ভারত। জানা গিয়েছে, নতুন করে যে চারজন রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এই চারজনের মধ্যে রয়েছেন একজন স্টেশন মাস্টার যিনি ঘটনার দিন ছিলেন ডিউটিতে। এছাড়াও রয়েছে বালাসোরের ট্র্যাফিক ইন্সপেক্টর, সিগনাল টেকনিশিয়ান এবং অ্যাসিসট্যান্ট ডিভিশনাল সিগনাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার। দক্ষিণ-পূর্ব রেলওয়ে সূত্রে খবর, সাসপেনশন অর্ডার কয়েকদিন আগেই জারি হয়েছে। তবে এই চার অভিযুক্তের মধ্যে কারও নাম, পরিচয় জানা যায়নি। 


গত ৭ জুলাই বালাসোরের ট্রেন দুর্ঘটনা কাণ্ডে তিন রেল আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। ওড়িশার এই ভয়ানক ট্রেন দুর্ঘটনার পরই তদন্তের দায়িত্বভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির হাতে। এই দুর্ঘটনায় অপরাধমূল ষড়যন্ত্রের আঁচ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগনাল) অরুণ কুমার মহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে ওড়িশায় ঘটে যাওয়া তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা-কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির তরফে জানানো হয়, ওই তিন কর্মীই জানতেন তাঁদের কাজের জন্য পরিণতি মারাত্মক হতে পারে। তবে এমন দুর্ঘটনা ঘটানো তাঁদের উদ্দেশ্য ছিল না কোনওভাবেই। তাই খুনের মামলা রুজু হয়নি এই তিন রেলকর্মীর বিরুদ্ধে। বরং তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ড (উদ্দেশ্য প্রণোদিত নয়)- এই ধারায় অভিযোগ আনা হয়েছে। 


গত ২ জুন ওড়িশার কাছে বালাসোরে তিনটি ট্রেন পড়েছিল মর্মান্তিক দুর্ঘটনা কবলে। কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। গত দু'দশকে এরকম ভয়ানক রেল দুর্ঘটনার সাক্ষী থাকেনি ভারতবাসী। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা। ক্ষতিগ্রস্ত হয়েছিল বাকি দু'টি ট্রেনও। ওড়িশায় বালাসোরে বাহানাগা বাজারের কাছে ঘটেছিল এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কেন এমন ঘটনা ঘটল তার তদন্তেই নেমেছিল সিবিআই। সেই তদন্তেই এবার সাসপেন্ড হয়েছেন চারজন রেলকর্মী। এর আগেই গ্রেফতার হয়েছেন আরও তিন। অর্থাৎ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 


আরও পড়ুন- বাথরুমে এইভাবে রাখুন নুন, দূর হতে পারে একাধিক সমস্যা !