হাওড়া : হিংসা-মারামারি-জখম-খুন। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বের শুরু থেকে বেলাগাম সন্ত্রাসের সাক্ষী হতে হয়েছে বাংলাকে। মাঝে ৩৫ দিনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের। ভোট গণনার দ্বিতীয় দিনে এসে রাজ্যের ঘটনাক্রম নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, 'বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে, এজন্য আমরা দুঃখিত। ৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে'।
রাজ্যের কোথায় কোথায় কেমন ঘটনাক্রম, সে নিয়েও বিস্তারিত বলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বাংলায় ১১ কোটি মানুষ, বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে। পূর্ব বর্ধমানে একজন হৃদরোগে মারা গেছেন। পঃ বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দঃ দিনাজপুর, উঃ ২৪ পরগনায় কিছুই ঘটেনি। কোচবিহারে একটা ঘটনা ঘটেছে, ইসলামপুরে একটা ঘটনা ঘটেছে'।
নবজোয়ার যাত্রাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'নবজোয়ারে শান্তির বার্তা না দিলে আর বড় ঘটনা ঘটত। ৯০ শতাংশ সফল হয়েছি, ১০ শতাংশ ভুল থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। গণনার পরেও ভাঙড়ে যা হয়েছে, তা না হলেও ভাল হত। যেই খুন করে থাকুক, কাউকে ছাড়া হবে না'। তৃণমূল সুপ্রিমো বলেছেন, 'পদক্ষেপ নিতে পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, সব পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য। ভোট বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৯ জনের মৃত্যু। ভেদাভেদ না করে নিহত ১৯জনের পরিবারকে হোমগার্ডের চাকরি, আর্থিক সাহায্য'।
পাশাপাশি বিরোধীদের আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, 'ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না?'
'হিংসাকে আমি সমর্থন করি না। পরিকল্পনা করে অশান্তি।' বাম-বিজেপি-কংগ্রেসকে আক্রমণে মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি এতদিন বাদে মুখ খুলছি, এতদিন সহ্য করেছি, কিন্তু তারও সীমা থাকে। বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে, এজন্য আমরা দুঃখিত। ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি'। সঙ্গে বিরোধীদের আক্রমণ করে তাঁর সংযোজন, 'বিজেপির কোনও প্ররোচনায় পা দেবেন না, আর কংগ্রেস-সিপিএমকে দেখে দয়া হয়। জাতীয় স্তরে জোটের কথা ভেবে কিছু বলছি না'।
আরও পড়ুন- 'ভেদাভেদ না করে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্য', ঘোষণা মমতার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন