নয়াদিল্লি: বালুচিস্তানে এবার আত্মঘাতী হামলা। গাড়ি নিয়ে সটান স্কুলবাসে ধাক্কা। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কমপক্ষে তিন শিশুর মৃত্যু হয়েছে। বাসে উপস্থিত আরও দু'জন মারা গিয়েছেন বলে খবর। আহতের সংখ্যা প্রায় ৪০। সেনা স্কুলের বাসে আত্মঘাতী হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি। (Balochistan News)

বুধবার সকালে বালুচিস্তানের খুঝদার জেলায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পড়ুয়াদের তুলে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। সেই সময় এক আত্মঘাতী জঙ্গি তীব্র গতিতে গাড়ি নিয়ে বাসটিতে ধাক্কা মারে। ওই জঙ্গির গায়ে বা গাড়িতে বোমা বাঁধা ছিল বলে মনে করা হচ্ছে। কারণ বাসে গাড়িটি ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। (Pakistan News)

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে বাসটিকে পুরো ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তার একপাশে। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে টুকরো টুকরো অংশও। আধপোড়া অবস্থায় পড়ুয়াদের ব্যাগও পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল জানিয়েছেন, বাসে স্কুল পড়ুয়ারাই ছিল।

পাকিস্তানের Inter Services Public Relations (ISPR) বিবৃতি দিয়ে বলে, "আরও একটা কাপুরুষোচিত হামলা। নিষ্পাপ স্কুল পড়ুয়াদের নিশানা করে হামলা চালানো হল। এখনও পর্যন্ত তিন শিশু ও দুই প্রাপ্ত বয়স্কের মারা যাওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন অনেকে।" বালুচিস্তানে সন্ত্রাস ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করে ISPR. এমনকি এই ঘটনায় ভারতকেও নিশানা করেছে তারা। 

দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি বলেন, 'নিষ্পাপ শিশুদের উপর যারা হামলা চালায়, তারা ক্ষমার অযোগ্য। অত্যন্ত বর্বরতার পরিচয় দিয়েছে হামলাকারীরা। স্কুলবাসের উপর এই হামলার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। দেশে অস্থিরতা তৈরির পরিকল্পনা চালাচ্ছে শত্রুপক্ষ'।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আহতদের খুঝদার CMH-এ নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের কোয়েট্টা এবং করাচি স্থানান্তরিত করা হতে পারে। পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস বিস্ফোরণস্থলে পৌঁছেছে। সেখান থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। প্রাথমিক তদন্তে আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলেই আশঙ্কা করছেন তদন্তকারীরা।

বেশ কিছু দিন ধরেই বালুচিস্তানের পরিস্থিতি অশান্ত। বিচ্ছিন্নতাকামীরা একদিকে স্বাধীনতার ঘোষণা করে দিয়েছেন, অন্যদিকে, সশস্ত্র সংগঠনগুলি পর পর চরমপন্থা অবলম্বন করছে। সেনার কনভয় লক্ষ্য করে হামলার পাশাপাশি, আস্ত ট্রেন হাইজ্যাকের ঘটনাও ঘটে গত কয়েক মাসে।