কলকাতা: রাজ্যে গুটখা ও পান মশলার উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানো হল। এ ব্যাপারে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতরের। গুটখা ও পান মশলায় নিকোটিন ও তামাকজাত উপাদান থাকায় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সতর্কবার্তা উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে গুটখা ও পান মশলা উত্পাদন, মজুত, বণ্টন ও বিক্রি করা নিষিদ্ধ। এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা সহ বিভিন্ন পুরসভা কলকাতা পুলিশ, সমস্ত জেলার পুলিশ সুপার, জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে।