কাশী:  হিন্দু সংস্কৃতিতে কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নানের গুরুত্ব অপরিসীম। কথিত আছে আধ্যাত্মিক এবং শারীরিক শক্তি সঞ্চয়ের জন্য সর্বশেষ মাস হল কার্তিক মাস। এই মাসের পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। এই ঘটনার পর থেকেই শিবকে ত্রিপুরারী বলে ভূষিত করেছিলেন স্বয়ং বিষ্ণু। এই দিনে দেব দীপাবলি পালন করা হয় একাধিক জায়গায়।                            


সেই উপলক্ষে প্রদীপের আলোক মালায় সেজে উঠল কাশীর একাধিক ঘাট। এই উৎসব পালনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল কাশী। দীপাবলির পর কাশীতে এই উৎসব পালন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে প্রায় ১০ লক্ষ প্রদীপে সেজে উঠল কাশীর ৮৪টি ঘাট। প্রসঙ্গত, ভারতের আধ্যাত্মিক রাজধানী বলা হয় বারাণসীকে। সেখানে শুধুমাত্র দেশের নয়, বিদেশের বহু পর্যটকরাও ভিড় জমান। গত দু’বছর করোনার কারণে সেভাবে এই দীপাবলি উৎসব পালন করা যায়নি। তাই এবছর যেন বাড়তি উন্মাদনা ছিলই। 


কাশীর দেব দীপাবলি সারা বিশ্বে বিখ্যাত। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কার্তিক পূর্ণিমাতে উদযাপিত এই মহা উৎসবের নাম দেব দীপাবলি। মনোরম দৃশ্য দেখতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটকও এসেছে কাশীতে। আঁধার নামতেই প্রদীপের আলোক মালায় সেজে উঠল দেবভূমি। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। 


আরও পড়ুন, বারাণসীতে দেব দীপাবলি, ১০ লক্ষ প্রদীপে আলোকিত ঘাট, দেখুন সেই ছবি


এই ছবি দেখে মোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটারে সেই ছবি শেয়ারও করেছেন তিনি। মোদি লিখেছেন, "কাশীর এই অসাধারণ এবং অলৌকিক দেব দীপাবলী অভিভূত করেছে। এই প্রাচীন এবং পবিত্র নগরীতে উৎসবের কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য।"             


 






শুধু প্রদীপ নয়, এই উপলক্ষে কাশী বিশ্বনাথ ধামকে ফুল এবং মালা দিয়ে সাজানোর প্রস্তুতি চলছে। এমনিতেই কাশী বিশ্বনাথ ধাম তৈরির পর বারানসীতে পর্যটকদের ভিড় বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে ২০২২ এই লক্ষাধিক ভক্তের সমাগম ঘটতে পারে।