প্রকাশ সিন্হা, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Job Recruitment Scam) সিবিআইয়ের (CBI) পর এবার পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ ইডি-র (ED)। নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ইডির কাছে কিছু নথি জমা দিয়েছেন, দাবি পরেশের। এদিকে, সূত্রের খবর, নথি সামনে রেখে পরেশকে জিজ্ঞাসাবাদ ইডির।
প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীকে প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসার পরপরই পরেশ অধিকারীর মেয়ের অঙ্কিতার নাম সামনে আসে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ইতিমধ্যেই পরেশ-কন্যার চাকরি গেছে। বেতনের টাকাও অঙ্কিতাকে ২ কিস্তিতে ফেরত দিতে হয়েছে। সেই সময়ই অঙ্কিতার বাবা, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে তিনি নিজের মেয়েকে চাকরি পাইয়ে দেন। যে অভিযোগ ওঠার পরই মন্ত্রিত্ব খোয়ান পরেশ অধিকারী ।
প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির
ইতিমধ্যেই CBI জিজ্ঞাসাবাদ করেছে পরেশ অধিকারীকে। এই প্রথম ED তাঁকে জিজ্ঞাসাবাদ করল। সোমবার সকাল ১১টার সময় সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যান পরেশ। ইডি সূত্রের খবর, শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি কি নিয়োগ দুর্নীতির বিষয়ে কিছু জানতেন না ? জেলা থেকে ঘুরপথে চাকরির সুপারিশের অভিযোগ সম্পর্কে তাঁর কাছে কী তথ্য আছে ? কোনও আর্থিক লেনদেন হয়েছিল কী ? এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয় তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কাছে।
'কাগজপত্র ফেরাতে ডাক'
জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে যাওয়ার সময় পরেশ অধিকারী জানান, যে সমস্ত ডকুমেন্টস বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটা ফেরত দিতে ডাকা হয়েছিল তাঁকে। পরে দিনক্ষণ জানিয়ে দেওয়ার পর আবার আসবেন বলেও জানান তিনি। যদিও মেয়ের চাকরি সংক্রান্ত কোনও প্রশ্ন তাঁকে করা হয়নি বলেও জানান তৃণমূল নেতা। এদিকে, ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় প্রয়োজনে ফের তলব করা হতে পারে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীকে।