নয়া দিল্লি: দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে বোমাতঙ্ক। হাই প্রোফাইল এলাকায় বোমাতঙ্ক। পাঁচিল টপকে বঙ্গভবনের ভিতরে ছোড়া হয় সন্দেহজনক দুটি বস্তু। বোমার মতো দেখতে ওই দুটি বস্তু ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক খবর দেন দিল্লি পুলিশকে। দিল্লি গেলে যেখানে ওঠেন মুখ্যমন্ত্রী, সেখানেই বোমাতঙ্ক!
দিল্লি পুলিশ থেকে এসে পৌঁছয় বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড। গোটা চত্বর পরীক্ষা করে, সন্দেহজনক বস্তু দুটিকে নিয়ে যায় দিল্লি পুলিশের টিম। বঙ্গভবনের চারদিকে বিভিন্ন বিদেশি দূতাবাস। আছে একাধিক হাই কমিশনের অফিস। চলছে সংসদের অধিবেশন, কয়েকদিন পরে হবে দিল্লি ভোটও। VVIP-দের আনাগোনা থাকে এই সমস্ত এলাকায়। ফলে এই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বঙ্গভবনের পিছন দিকে, যেখান থেকে সন্দেহজনক বস্তুদুটি ছোড়া হয়, সেখানে তল্লাশি চলছে ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয়কারী দল ওই দুই সন্দেহজনক বস্তু বঙ্গভবন থেকে উদ্ধার করেছে। কোনওরকম হতাহতের ঘটনা ঘটেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে