পুণে: জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। প্রথম দুই ম্যাচে ভারতীয় দল সহজেই ম্যাচ জিতে নিলেও, তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে জয়ে ফিরে সিরিজ়েও ফিরেছে ইংল্যান্ড। তাই চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের (IND vs ENG 4th T20I) গুরুত্ব সিরিজ়ে নিরিখে অপরিশীম। একদিকে যেখানে ম্যাচ জিতলে সিরিজ় নিজেদের পকেটে পুরে নেবে ভারত, সেখানে অন্যদিকে ইংল্যান্ডের সামনেও সিরিজ় সমতা ফেরানোর হাতছানি রয়েছে। তাই জমজমাট এই ম্যাচের দিকে সকলেরই নজর থাকবে।  

কাদের ম্যাচ?

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারতীয় দল। 

কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ?

পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই ম্যাচের আসর।

কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ?

শুক্রবার, অর্থাৎ ৩১ জানুয়ারি সন্ধে ৭টা থেকে শুরু হবে ম্যাচ। টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ৬.৩০টায় আয়োজিত হবে।

কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ?

টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন ম্যাচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজ়নি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে অনলাইনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

 

হেড-টু-হেড

ভারত বনাম ইংল্যান্ডের হেড-টু-হেডে এখনও এগিয়ে ভারত। মুখোমুখি লড়াইয়ে ১৬টি ম্যাচ জিতেছে ভারত, ১২টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তবে পুণের মাঠে ভারতের রেকর্ড মিশ্র। ভারতীয় দল এই মাঠে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন যার মধ্যে দুইটিতে টিম ইন্ডিয়া জিতেছে এবং দুই ম্যাচে হেরেছে। 

পিচ পরিবর্তন

পুণের এমসিএ স্টেডিয়ামের পিচের চরিত্র সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদলেছে। অতীতে স্পিনাররা এই পিচ থেকে বেশি মদত পেলেও, বর্তমানে অন্তত শেষ দুই ম্য়াচে ফাস্ট বোলাররাই বেশি সাহায্য পেয়েছেন। তবে ম্যাচে স্পিনারদেরও খানিক প্রভাব থাকবে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

পরিবেশ

এই ম্যাচ চলাকালীন পুণের তাপমাত্র ১৯ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। আর্দ্রতা ৩০ থেকে ৬৮ শতাংশ হলেও, ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।  

আরও পড়ুন: আসন্ন আইপিএল মরশুমের জন্য জার্সি প্রকাশ্যে আনল রুতুরাজ, ধোনিদের চেন্নাই সুপার কিংস