ঢাকা: কলকাতায় এসে কালীপুজো উদ্বোধন করেছেন তিনি। এই ‘অপরাধে’ খোলাখুলি ফেসবুক লাইভ করে তাঁকে খুনের হুমকি দিয়েছে জনৈক মুসলিম মৌলবাদী। চাপের কাছে নতিস্বীকার করে নিলেন বাংলাদেশের নামী ক্রিকেটার সাকিব আল হাসান। ক্ষমা চেয়ে নিজের ইউটিউবে চ্যানেলে ভিডিও পোস্ট করে মিটমাটের চেষ্টা করলেন তিনি।
বৃহস্পতিবার সাকিব কলকাতায় এসেছিলেন কাঁকুড়গাছিতে তৃণমূল নেতা পরেশ পালের পুজো উদ্বোধন করতে। তা নিয়ে তাঁকে হুমকির পর হুমকি দিয়েছে বাংলাদেশী মৌলবাদীরা, তাদের অভিযোগ, পুজো উদ্বোধন করে তিনি মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন। এমনকী সিলেটের সাহপুর তালুকদার পাড়ার মহসিন তালুকদার নামে এক বাসিন্দা ফেসবুক লাইভে রীতিমত দা হাতে নিয়ে তাঁকে টুকরো করে কাটার হুমকি দেয়। এ জন্য নাকি দরকার পড়লে সিলেট থেকে ঢাকা পর্যন্ত হেঁটে যাবে সে।
পরিস্থিতি জটিল হয়ে ওঠায় হস্তক্ষেপ করে পুলিশ। তারা বলে, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর অবশ্য ওই মহসিন আবার ফেসবুক লাইভ করে ক্ষমা প্রার্থনা করে, তবে একই সঙ্গে দাবি করে, পুজো উদ্বোধনের মত ‘পাপ’ করার জন্য সাকিবকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করতে হবে। এতেই শেষ নয়, সোমবার সন্ধেয় মিরপুরে শের ই বাংলা স্টেডিয়ামে প্র্যাকটিসের সময়েও সাকিবকে এক শ্রেণির সমর্থক কদর্য ভাষায় আক্রমণ করে।
এরপরই নিজের ইউটিউব চ্যানেলে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে ভিডিও পোস্ট করেছেন সাকিব। দাবি করেছেন, তিনি একজন গর্বিত মুসলমান, পুজো উদ্বোধন তিনি করেননি, তিনি যাওয়ার আগেই উদ্বোধন হয়ে যায়। একজন সচেতন মুসলমান হিসেবে তিনি কখনও পুজো উদ্বোধন করবেন না। সাকিব বলেছেন, তারপরেও আমার ওখানে যাওয়াটাই ঠিক হয়নি বলে যদি আপনাদের মনে হয়, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। মনেকরি, আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই চেষ্টা করব। আমার কোনও অভিপ্রায় ছিল না নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করার।
দেখুন তাঁর ক্ষমা প্রার্থনার ভিডিও