ভারত-বিরোধিতার আরও সুর চড়াল ইউনূস সরকার। বিদ্বেষের প্রকাশ হল আরও তীব্র। আগেই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আভাস পাওয়া গিয়েছিল , আর এবার ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ দেওয়ার সিদ্ধান্ত সরকারি ভাবে প্রত্যাহার করা হল। হাসিনার আমলে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার করার অনুমতি মেলে ভারতের। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ইউনূস সরকার।
উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করেছিল ভারত। তার অনুমতিও মেলে হাসিনার সময়ে। ভারতের সেভেন সিস্টারের রাজ্যগুলিতে, অর্থাৎ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড এবং মেঘালয় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করতেই ট্রানজিট রুট হিসাবে বাংলাদেশের জমি ব্যবহার করতে চেয়েছিল ভারত। তার ফলে এই অঞ্চলগুলিতে উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা দেওয়া যেত। হাসিনার দেওয়া সেই অনুমতি এখন বাতিল করে দিল ইউনূস সরকার।
ইউনূস সরকার সূত্রের খবর, এই ধরনের ট্রানজিটের অনুমতি দিলে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। অন্যদিকে ভারত নিজেকে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে।
অন্যদিকে ভারত বিদ্বেষের সুর চড়িয়ে ইদানিং ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রেও প্রবল কড়াকড়ি করছে বাংলাদেশ। ভারতের সঙ্গে বাড়ছে 'দূরত্ব', পড়শি দেশে আরও 'কাছাকাছি' এখন পাকিস্তান!তাই পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল করেছে তারা,অন্যদিকে ভারতীয়দের জন্য কড়াকড়ি বেড়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে। সূত্রের খবর, ভারতীয়দের জন্য ভিসার সংখ্যা কমাচ্ছে বাংলাদেশ। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন থেকে ভারতীয়দের জন্য ভিসার সংখ্যা সীমিত করেছে ঢাকা। ঢাকা থেকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে নির্দেশও দেওয়া হয়েছে এই বিষয়ে। খবর সূত্রের।
ভারত-বাংলাদেশ সীমান্তে দু'দিকেই দ্রুত বাড়ছে তৎপরতা। হঠাৎ গোপন নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। গোয়েন্দা সূত্রে দাবি, এই মুহূর্তে সতর্ক BSF। সীমান্তে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই বিশেষ নজর রাখা হচ্ছে পাচারকারী, জাল নোট কারবারিদের ওপর ।
আরও পড়ুন :
'শাড়ি পোড়ানো যায়, ইতিহাস নয়', বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের ভূমিকা মনে করালেন সুমন দে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে